সোমবার গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় ছয় শ্রমিক নিহত হয়েছে। জানা গিয়েছে, কারখানায় বিস্ফোরণের কারণে আগুন লেগে গিয়ে এই বিপত্তি ঘটে। আহমেদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্প এলাকায় অবস্থিত ইউনিটে ভোররাত ৩টের নাগাদ ঘটনাটি ঘটে। ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল বলেন, ছয়জন ব্যক্তি একটি চুল্লির কাছে কাজ করছিলেন, সেই সময় সলভেন্ট ডিস্টিলেশন প্রক্রিয়া চলাকালীন হঠাৎ বিস্ফোরণ হয়।
পুলিশ সুপার বলেন, ‘চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে ছয়জন কাজ করছিল। তারা সবাই মারা যান। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আগুনও নিয়ন্ত্রণে আনা হয়েছে।’ ঘটনায় অন্য আর কেউ আহত হয়নি। জানা গিয়েছে, যে কারখানায় বিস্ফোরণ ঘটে সেটির নাম ‘ওম অর্গ্যানিক’।
জানা যায়, ভোররাতে বিস্ফোরণের পরই গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে যায় ঘটনাস্থলে। দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে যায়। রাতের অন্ধকারে অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা আকাশে উঠতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো কারখানাকে গ্রাস করে। এই আবহে কারখানায় আটকে থাকা কোনও কর্মীকেই জীবিত বাঁচানো সম্ভব হয়নি।