উত্তরপ্রদেশের অযোধ্যায় একটি বাড়িতে বিস্ফোরণে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে গোটা বাড়ি। ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। আরও কয়েক জন ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
অযোধ্যার পাগলা ভারি গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাতে আচমকা সেখানে বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে চারপাশ। কিন্তু ঠিক কী থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। সার্কেল অফিসার শৈলেন্দ্র সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ধ্বংসস্তূপে অনেকে আটকে পড়েছেন। পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে। কয়েক জন আহত, তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে এই বিস্ফোরণ, তা জানা যায়নি।
কেউ কেউ দাবি করছেন, যে বাড়িটি ভেঙে পড়েছে, তাতে বিস্ফোরক পদার্থ মজুত করা ছিল। অনেকে আবার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের কথা বলছেন। কিন্তু প্রশাসনের তরফে এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করা হয়নি। পুলিশ এবং দমকল ঘটনাস্থলে রয়েছে। বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে আশপাশের বাড়িগুলিও খালি করে দেওয়া হয়েছে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। সিনিয়র আধিকারিকদের ঘটনাস্থলে দ্রুত পৌঁছে উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশও দিয়েছেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও সমস্যা না হয়, নিশ্চিত করতে বলেছেন মুখ্যমন্ত্রী।
এডিজি (লখনউ জ়োন) সুজিত পান্ডে বলেছেন, ‘‘প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে, গ্যাস সিলিন্ডার বা প্রেসার কুকার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। আগে থেকে মজুত রাখা বিস্ফোরকের চিহ্ন এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। তদন্ত চলছে।’’ ফরেন্সিক দলও ঘটনাস্থলে রয়েছে।

