জ্বরে আক্রান্ত হয়ে আট বছরের এক শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। চলে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের মারধর করবার ঘটনাও। রবিবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কর্তব্যরত এক নিরাপত্তা রক্ষী। যে ঘটনা জানিয়ে হাসপাতাল সুপারকে ইতিমধ্যে লিখিত অভিযোগ জানিয়েছেন সিকিউরিটি গার্ডরা। যা নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছে বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম অনুরুপ মুখার্জি (৮)। বাড়ি পতিরামের দক্ষিণ পাড়া এলাকায়। পরিবার সুত্রের খবর অনুযায়ী, গত দুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল প্রথম শ্রেণির ছাত্র অনুরুপ। রবিবার বিকেলে জ্বরের মাত্রা বেড়ে যেতেই ছোট্ট ওই শিশুটিকে প্রথমে চিকিৎসকের প্রাইভেট চেম্বারে নিয়ে যান তার পরিবারের লোকজন। বেশকিছুক্ষণ পরেও সেখানে চিকিৎসক না আসায় আরো অসুস্থতা উপলব্ধি করে ছোট্ট ওই শিশুটি। এরপর সংজ্ঞা হারিয়ে ফেলতেই তড়িঘড়ি শিশুটিকে বালুরঘাট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তার পরিবারের লোকেরা। যেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যে ঘটনার বেশ কয়েকঘন্টা পর আচমকা কিছু দুষ্কৃতি সদলবলে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঢুকতে গেলে তাদের বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা। চলে অরুণাভ মন্ডল নামে এক সিকিউরিটি গার্ডকে ধরে বেধড়ক মারধরের ঘটনা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নিরাপত্তা রক্ষী।
আক্রান্ত নিরাপত্তা রক্ষীর অভিযোগ, মদ্যপ অবস্থায় সিগারেট মুখে নিয়ে কিছু দুস্কৃতি ওইদিন রাতে চিকিৎসককে মারবার জন্য হাসপাতালে ঢুকতে উদ্যত হয়। যাতে বাধা দিতেই তাদের দু’জনের উপর চড়াও হয় ওই দুষ্কৃতিরা। পরে পুলিশ এলে পালিয়ে যায় দুষ্কৃতিরা। এদিন এই ঘটনা জানিয়ে দুষ্কৃতিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নিরাপত্তারক্ষীরা। যা নিয়ে হাসপাতাল সুপারকে একটি লিখিত অভিযোগও করেন তারা। আর এরপরেই বিষয়টি নিয়ে কিছুটা নড়েচড়ে বসে ওই দুষ্কৃতিদের বিরুদ্ধে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত রোগীর আত্মীয় সুকুমার সরকার বলেন, দুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিল অনুরুপ। ওইদিন প্রাইভেট চেম্বারে নিয়ে যাওয়ার পরেই সংজ্ঞাহীন হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে ঢোকাবার আগেই তাদের শিশুর মৃত্যু হয়েছে।
বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা কর্মী অরুণাভ মন্ডল বলেন, চিকিৎসককে মারবার জন্য মদ্যপ অবস্থায় ওই দুষ্কৃতীরা সিগারেট নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকছিল। যার প্রতিবাদ করাতেই তাদের উপর চড়াও হন তারা।
বালুরঘাট হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে হাসপাতালে। উলটে কিছু লোকজন রাতে এসে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের মারধর করেছে। ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন তারা।