গত আমন মরশুমে কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ অংশ প্রায় দু’ থেকে তিন মাস জলবন্দি হয়েছিল। কিন্তু ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলির অধিকাংশ এলাকা জলমগ্ন না হওয়ায় ক্ষতিগ্রস্তরা এখনো শস্য বীমার ক্ষতিপূরণ
পাননি। ওই অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কৃষি দপ্তরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিকট স্মারকলিপি দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
জলমগ্ন হওয়ার আড়াইমাস পর অবশেষে বীমা কোম্পানি ওই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। কোম্পানি ঘোষণা করেছেন, শীঘ্রই ওই ক্ষতিপূরণের টাকা ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে। আমলহান্ডা, গোপালনগর, কোলাঘাট-১, সাগরবাড় গ্রাম পঞ্চায়েত বাদে কোলাঘাট ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের ক্ষতিগ্রস্তরা এই ক্ষতিপূরণের টাকা পাবে বলে জানাগেছে।
সংগঠনের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বীমা কোম্পানিকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্য করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাথে সাথে বীমা কোম্পানির ওই নিয়ম বাতিলের দাবি জানান নারায়নবাবু।