বোলপুরে আসছেন অমিত শাহ

২০ শে ডিসেম্বর বোলপুরে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah), করবেন পদযাত্রা- এমনটাই জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। স্বরাষ্ট্রমন্ত্রী আগমনের বিষয়ে সমস্ত কিছু দেখভাল করার জন্য রবিবার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন কৈলাস বিজয়বর্গীয় ও অনুপম হাজরা। তারপরই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন অমিত শাহের বোলপুরের পদযাত্রার বিষয়টা।


স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ২০ শে ডিসেম্বর বোলপুরে এলেও, কখন, কোথায়, কিভাবে এবং কোন পথে এই পদযাত্রা হবে- তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, অমিত শাহ বিশ্বভারতী পরিদর্শন করবে বলে জানা গিয়েছে। এদিকে আবার এবছর করোনা মহামারির কারণে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা বন্ধ থাকছে। তবে ২৪ শে ডিসেম্বর বিশ্বভারতীর পৌষ উৎসবে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তবে প্রধানমন্ত্রী মোদী ভার্চুয়াল ভাবে উপস্থিত হবেন বলেও জানা গিয়েছে।


এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনের নিরিখে বিশ্বভারতীর সমস্ত নিরাপত্তা এবং তাঁর সফর রুট নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্বভারতীর উপাচার্য এবং দলীয় কর্মীদের সঙ্গে। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গেও সাক্ষাৎ করবেন অমিত শাহ। তবে যেখানে দেখবেন পিঁপড়ে বেশি থাকে, সেখানেই ব্লিচিং পাউডার ছড়ানোর প্রয়োজন হয়। তাই এখানে পথসভা করতে আসছেন অমিত শাহ এবং শেষে নিজের মূল্যবান বক্তব্যও রাখবেন’।


কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, একুশের নির্বাচনের পূর্বে প্রতি মাসেই একবার করে শাহ, নাড্ডা বাংলায় আসবেন। প্রয়োজনে বেশি বারও আসতে পারেন। সম্প্রতি দুদিনের বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার দুদিনের বাংলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে জানা গিয়েছে, বোলপুরের পদযাত্রায় যোগ দেওয়ার আগে বীরভূমের তারাপীঠ মন্দিরে প্রথমে পুজো দিতে যাবেন অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.