ঠাকুরনগরের সভা করতে আসবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দূরদূরান্ত থেকে ঠাকুরবাড়ি পৌঁছাতে শুরু করেছেন মতুয়ারা। সেই সঙ্গে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
৩০ জানুয়ারির হঠাৎ বাতিল হওয়া সভার মাঠেই ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সভা করতে ঠাকুরনগর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই উপলক্ষে বুধবার সকাল থেকেই দূরদূরান্ত থেকে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আসতে শুরু করেছেন৷ সভা ঘিরে ব্যস্ততা তুঙ্গে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে।
স্বরাষ্ট্র মন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখতে এদিন অস্থায়ী হেলিপ্যাডে বায়ুসেনার একটি কপ্টার ট্রায়ালন দিয়ে ফিরে যায়।
গত ৩০ জানুয়ারী স্বরাষ্ট্রমন্ত্রীর সভা শেষ মুহূর্তে বাতিল হয়৷ তারপর থেকে ঠাকুর বাড়ি সংলগ্ন সভা মঞ্চ একই অবস্থায় রয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছিল এই মঞ্চেই যে কোনদিন ঠাকুরনগরে এসে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, বৃহস্পতিবার সভা করবেন অমিত শাহ। পুজো দিতে পারেন ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে। নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ এমনটাই আশা মতুয়াদের।
উত্তরবঙ্গ থেকে মতুয়া ভক্তরা ঠাকুর বাড়িতে পৌঁছে জানাচ্ছেন নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন অমিত শাহ সেই আশাতে দ্বিতীয়বারের জন্য ঠাকুরনগরে আসা।
তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাঠাকুর অমিত শাহের এই সভা প্রসঙ্গে বলেন, “আগামীকাল ঠাকুরনগরে অমিত শাহর সভায় কম সংখ্যক মতুয়ারা আসবেন। কারণ, এর আগে দুবার আসার কথা বলেও আসেননি তিনি। ভাওতা দিয়েছেন মতুয়াদের।”
এছাড়াও অনেক মতুয়ারা তাকে জানাচ্ছেন যে তারা বিজেপির এই সভায় আসবেন না। আগের দিনের তুলনায় আজ ঠাকুরবাড়িতে উন্মাদনাও তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না বলেও দাবি করছেন মমতা বালা ঠাকুর।
অন্যদিকে কোচবিহারে এদিন বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তৃণমূলের। দলের ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা এদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাবেন। জানা গিয়েছে, শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে ও গান্ধী মূর্তির পাদদেশে এই বিক্ষোভ দেখানো হবে।