Amit Shah, BJP, বাংলায় হিংসার কারণ তৃণমূল! ৩০টি আসন দিন, হিংসা, অনুপ্রবেশ বন্ধ হবে, উত্তরবঙ্গে এইমস হবে, ভোট প্রচারে এসে একাধিক প্রতিশ্রুতি শাহের

 গত লোকসভা নির্বাচনে মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে খুব কম ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। এবার ফের ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শ্রীরূপা দেবী। তার প্রচারে রাজ্যে এসেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রার্থীকে পাশে বসিয়ে মঙ্গলবার রোড শো ও সভা করেছেন অমিত শাহ। এদিনের সভায় বিপুল সমর্থকদের ভিড় চোখে পড়েছে। বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেমন তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন তেমনি বাংলা থেকে ৩০টি আসন পেলে মোদী সরকার কী কী কাজ করবেন তার খতিয়ান দিয়েছেন।

আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সরকার ও তৃণমূলের বিরুদ্ধে সরব হন। তথ্য তুলে ধরে বুঝিয়ে দেন, মোদী সরকার মানুষের কল্যাণের চিন্তা করে অনেক বেশি ব্যয় করেছে ইউপিএ সরকারের তুলনায়। তিনি বলেন, ইউপিএ সরকার বাংলায় দু’ লাখ ৯ হাজার কোটি টাকা দিয়েছিল, আর মোদী সরকার ১০ বছরে ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু এই টাকা পৌঁছায়নি মানুষের কাছে, কারণ তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে শেষ করে ফেলেছে। যেসব তৃণমূল নেতারা ভাঙ্গাচোড়া সাইকেলে ঘুরতো তারা এখন অট্টালিকায় থাকে, বড় বড় গাড়িতে ঘোরে। তিনি বলেন, দেশজুড়ে ভোট হয়, কিন্তু কোথাও কোনো হিংসা দেখা যায় না। একমাত্র এই বাংলাতেই হিংসা হয়, আর হিংসার কারণ তৃণমূল কংগ্রেস। তাই অমিত শাহ আহ্বান জানান, তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়ার সময় হয়ে গিয়েছে।

তিনি বুঝিয়ে দেন মোদী সরকারই মানুষের ভালোর কথাই চিন্তা করেন। সেই কারণেই ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন, ১২ কোটির বেশি শৌচালয়, ১৪ কোটির বেশি মানুষকে জল পৌছে দিয়েছে মোদী সরকার। তাঁর দাবি, বাংলায় এই কাটমানি প্রথা বন্ধ করতে পারে বিজেপি।

দ্বিতীয় দফার ভোটের আগে ভোট প্রচারে এসে অমিত শাহ আবারও বাংলার আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিলেন। তিনি মনে করিয়ে দিলেন, কতগুলো আসন বিজেপি বাংলা থেকে দখল করতে চাইছে। অমিত শাহের কথায়, বাংলায় আমরা ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছি। আমরা চাই রায়গঞ্জের আসন সেই সব আসনের মধ্যে থাকবে।

জনসভার একেবারে শুরুতেই রাম মন্দিরের কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২০১৯- এ আপনারা ১৮টি আসন দিয়েছিলেন। তারপর মোদী রাম মন্দির মামলায় জিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন। এবার ৩৫ টি আসন দিন, বাংলাকে আমরা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করব।

আজ মালদার পর রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের প্রচারে জনসভায় উপস্থিত ছিলেন অমিত শাহ। সেখান থেকেও ৩০-এর বেশি আসন জয় এর কথা বলেন অমিত শাহ।

মালদা দক্ষিণ প্রসঙ্গে তিনি বলেন, আগের বার ৫০০০ ভোটে হারিয়েছিলেন, এবার পঞ্চাশ হাজার ভোটে জেতান।

নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করে তিনি বলেন, সিএএ লাগু করেছে মোদী সরকার। একমাত্র মোদী সরকারই অনুপ্রবেশ বন্ধ করতে পারে। আর অনুপ্রবেশ বন্ধ হলে তবেই বাংলায় উন্নয়ন হতে পারে। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের আটকানোর কোনো ব্যবস্থাই নেওয়া হয় না। বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ভাই-বোনেদের নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই শুরু হয়েছে দুর্নীতির শাসন। মন্ত্রীদের বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার হয়েছে। চাকরি দেওয়ার নামের ১০ থেকে ১৫ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে।

একইসঙ্গে রায়গঞ্জের সভা থেকে শাহ প্রতিশ্রুতি দিলেন, মোদীজি, তৃতীয়বার ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হবে। তিনি বলেন, রায়গঞ্জে এইমসের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মমতা দিদি তা রুখে দিয়েছেন। পুরো
উত্তরবঙ্গে এইমস নেই। মোদিজীর গ্যারান্টি ৩০ আসন জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানানোর কাজ শুরু করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.