Amaranth Shrine: অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, নিখোঁজ অন্তত ৪০

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২১:৩১

মৃত বেড়ে ১৫

অমরনাথে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫। তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের। অন্তত ৪০ জন নিখোঁজ বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২১:১৮

উদ্ধারে নামল সেনা

দ্রুত উদ্ধারের জন্য ছ’টি দল নামাল ভারতীয় সেনা। নামানো হল হেলিকপ্টার। কোভিডের জন্য গত দু’ বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। ৩০ জুন থেকে শুরু হয়েছিল যাত্রা। এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী দর্শন করেছেন।  

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২১:০৫

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

কেন্দ্রীয় বাহিনী এবং জম্মু ও কাশ্মীর প্রশাসনকে দ্রুত উদ্ধারের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি উদ্বেগ প্রকাশ করেছেন।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:৫৯

প্রধানমন্ত্রীর টুইট

টুইটারে প্রধানমন্ত্রী লিখলেন, ‘অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি উদ্বেগজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গে কথা বলেছি। গোটা পরিস্থিতির খবর নিয়েছি। উদ্ধারকাজ চলছে। সমস্ত রকম সহায়তা করা হচ্ছে।’

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:৪০

মৃত বেড়ে ১০

মৃতের সংখ্যা বেড়ে হল ১০। নিখোঁজ অন্তত ৪০ জন পুণ্যার্থী।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:৩৬

পুণ্যার্থীদের দেহ

ন’ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ বহু। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আহতদের আকাশপথে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:৩৫

চলছে উদ্ধার কাজ

উদ্ধারে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। সঙ্গে রয়েছে ইন্দো-তিবব্ত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। উদ্ধারের জন্য নামানো হয়েছে হেলিকপ্টার।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:৩৩

প্লাবনে ভেসে যায় পুণ্যার্থীদের শিবির

নিমেষে ভেসে যায় পুণ্যার্থীদের শিবির এবং লঙ্গর। 

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:৩২

আচমকাই বাঁধ ভাঙা জলস্রোত

পাহাড়ের মাথায় প্রবল বৃষ্টি হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অমরনাথ গুহার মাথা এবং চার পাশ থেকে বাঁধ-ভাঙা জলস্রোত ঢুকতে থাকে।

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ২০:২৬

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হয় মেঘভাঙা বৃষ্টি

জম্মু ও কাশ্মীরে অমরনাথ গুহার কাছেই মেঘভাঙা বৃষ্টি। শুক্রবার সন্ধের এই দুর্যোগে এখন পর্যন্ত মারা গিয়েছেন ন’ জন। ভেসে গিয়েছে ২৫টি পুণ্যার্থী শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.