শরীর শিক্ষা ক্লাসের টাকা চুরি করে আত্মসাৎ করেছে প্রধান শিক্ষক, এমনই অভিযোগ তুলে স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে বন্ধ করে রেখে বিক্ষোভ দেখাল ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষকের দরজায় চক দিয়ে লেখা হল, ‘চোর’। শনিবার দুপুরের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া এক নম্বর ব্লকের রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক হাই স্কুলে। পড়ুয়াদের অভিযোগ, তাদের কাছ থেকে শরীর শিক্ষা ক্লাসের জন্য টাকা নিয়ে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। টাকা ফেরৎ চাইতে গেলে অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। পড়ুয়ারা টাকা ফেরত চাইতেই উত্তেজনা ছড়ায়।
প্রধান শিক্ষক সেকেন্দার রবি দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে স্কুলের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, শরীর শিক্ষা ক্লাসের জন্য টাকা নিয়েছিলেন প্রধান শিক্ষক। সেই ক্লাসের জন্য বিশেষ পোশাক দেওয়ার কথা ছিল স্কুলের। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও পোশাক মেলেনি। এদিন প্রধান শিক্ষককে সেই প্রশ্ন করতে গিয়েছিল পড়ুয়ারা।
ছাত্রছাত্রীদের দাবি, প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি কোনও টাকা নেননি। যা টাকা নেওয়া হয়েছে তা স্কুলের উন্নয়নে ব্যয় হয়েছে। এই নিয়ে বাড়াবাড়ি করলে স্কুল থেকে টিসি দেওয়ারও হুমকি দেয় রবিবাবু। এরপরই প্রধান শিক্ষককে তার ঘরেই তালাবন্ধ করে রাখে ছাত্রছাত্রীরা। দরজার উপরে চক দিয়ে লেখা হয়, ‘প্রধান শিক্ষক চোর’। ভাঙ্গচুর করা হয় স্কুলের কাঁচের জানলা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ ও স্কুল পরিচালন সমিতির লোকজন। এরপর প্রধান শিক্ষককে ঘর থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।