মিড-ডে মিলের চাল চুরির অভিযোগ ছিল আগেই। সাত সকালে চাল চুরি করতে আসা এক মহিলাকে দুই ব্যাগ চাল সহ হাতে নাতে ধরল গ্রামবাসীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটা থানার চাঁদপাড়া ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে। স্কুলে ঢুকতেই প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ। স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে যুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
স্থানীয়রা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সকালবেলা এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে পেছনদিক থেকে চাল নিয়ে যায়৷ এদিন সকালে স্থানীয় এক দোকানদার এক মহিলাকে স্কুলে ঢুকতে দেখেন। বেশ কিছুক্ষণ পরে ওই মহিলাকে বাইরে বেরতে দেখে তাকে স্কুল চত্বরে আটকাতেই তার ব্যাগের মধ্যে থেকে চাল উদ্ধার হয়। এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন৷ প্রধান শিক্ষক স্কুলে আসতেই তারা স্কুলে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকে৷
স্থানীয় বাসিন্দা দেবাশীষ দলপতি বলেন, স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করছে৷ প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয়৷ দোষীদের গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন, “স্থানীয় একজন আছে, সে রোজ স্কুলে আসে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতে। সে সকালে চাবি দিয়ে স্কুল খোলে। আমরা থানায় একটি লিখিত অভিযোগ করছি, পুলিশ তদন্ত করে দেখুক৷