alipujo 2025: কালীপুজোয় বিশেষ ব্যবস্থা, শিয়ালদহ শাখায় সব ট্রেনই…বড় পদক্ষেপ রেলের..

পুজো শেষ। এবার সামনে কালীপুজো। ফের ভিড় বাড়ছে শিয়ালদহ স্টেশনে। বিভিন্ন শাখার ব্যস্ততম স্টেশনগুলি ভিড় সামলাতে একগুচ্ছ পদক্ষেপ করল পূর্ব রেল।  যেমন, কালীপুজোয় ছুটির দিনেও কাজের দিনের মতো সমস্ত লোকাল ট্রেন চলবে।  ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত  কোনও গ্যালোপিং লোকাল থাকছে না। সব ট্রেন সব স্টেশনে থামবে। বিশেষ নজর দমদম, বারাসাত, নৈহাটি, বিধাননগর রোড স্টেশনে। 

রেল তরফে জানানো হয়েছে, কোনও কারণে কোনও ট্রেনের ঘোষিত প্ল্যাটফর্ম বদল করতে হয়, সেক্ষেত্রে পর্যাপ্ত সময় রেখে তা জানিয়ে দেওয়া হবে। নয়া নিয়মে ট্রেন সামান্য দেরিতে চলতে পারে। দমদম, বিধাননগর স্টেশন থেকে কিছু ট্রেন এই সময়কালের মধ্যে যাবে না অথবা সেখানে ট্রেন দাঁড়াবে না। কোন কোন ট্রেন বাতিল হবে সেটা আগাম ঘোষণা করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.