উইম্বলডনের প্রথম রাউন্ডে সহজেই জিতলেন তৃতীয় বাছাই আলকারাজ়, জয়ী মেদভেদেভও

উইম্বলডনে প্রথম ম্যাচে স্ট্রেট সেটে জিতে সহজেই অভিযান শুরু করলেন কার্লোস আলকারাজ়। তৃতীয় বাছাই স্পেনের খেলোয়াড় প্রথম রাউন্ডে হারিয়ে দিলেন এস্তোনিয়ার যোগ্যতা অর্জনকারী খেলোয়াড় মার্ক লাজালকে। জিতেছেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভও। তিনি হারিয়েছেন আলেকসান্ডার কোভাসেভিচকে।

গত বারের উইম্বলডন বিজয়ী আলকারাজ় অবশ্য খুব সহজে জিততে পারেননি। প্রথম সেটে তাঁকে চাপে ফেলেছিলেন লাজাল। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৩), ৭-৫, ৬-২ গেমে জিতেছেন আলকারাজ়‌। ম্যাচের পর বলেন, “ওর খেলা খুব বেশি দেখিনি। তাই আজ লাজালের বিরুদ্ধে নেমে অবাকই হয়ে গিয়েছিলাম। খুব কম বয়স ওর। আমারই মতো। আশা করি আগামী দিনেও ওকে ট্যুরে বার বার দেখতে পাব। সেন্টার কোর্টে এ বছর প্রথম জয় পেয়ে খুব খুশি।”

মোট ২ ঘণ্টা ২২ মিনিট লড়তে হয়েছে আলকারাজ়কে। স্পেনের খেলোয়াড়ের ড্রপ শট এবং গ্রাউন্ডস্ট্রোক দেখে হাততালির ঝড় ওঠে বার বার। দ্বিতীয় রাউন্ডে সেবাস্তিয়ান অফনার বনাম আলেকসান্ডার ভুকিচ ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবেন আলকারাজ়।

উইম্বলডন নিয়ে আরও মুগ্ধতা জানিয়ে আলকারাজ়‌ বলেন, “আমার খেলা সেরা কোর্ট হল উইম্বলডন। সবচেয়ে সুন্দর কোর্ট। এখানে খেলতে নামলে এখনও চিন্তায় পড়ে যাই। বৃহস্পতিবার ৪৫ মিনিট অনুশীলন করেছিলাম। এই প্রথম অনুশীলনে নেমেও চিন্তায় পড়ে গিয়েছিলাম। উইম্বলডনে খেলা সহজ নয়।”

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1807792139612443131&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create&sessionId=ed1286dcaef21f97c530e67bb1080e8116f3224a&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

আলকারাজ়ের মতো খুশি মেদভেদেভও। কোভাসেভিচকে ৬-৩, ৬-৪, ৬-২ হারিয়েছেন তিনি। গত বছর সেমিফাইনালে উঠেছিলেন। এ বার রাশিয়ার খেলোয়াড়ের লক্ষ্য আরও উঁচুতে। গোটা ম্যাচে আটটির মধ্যে চারটি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়েছেন তিনি।

মেদভেদেভ বলেছেন, “সত্যি বলতে, দারুণ একটা ম্যাচ খেললাম। প্রথম ম্যাচ কখনওই সহজ হয় না। স্কোরলাইন যেমন দেখাচ্ছে, ততটা সহজ ম্যাচও হয়নি। নিজের ভাল টেনিসটা বার করে আনতে পেরে খুশি। কোর্ট ওয়ানে আজ পর্যন্ত হারিনি। আশা করি নিজের এই রেকর্ড বজায় রাখতে পারব।”

প্রথম রাউন্ডে জিতেছেন অষ্টম বাছাই ক্যাসপার রুড। তিনি অস্ট্রেলিয়ার আলেক্স বোল্টকে হারিয়েছেন ৭-৬, ৬-৪, ৬-৪ গেমে। দশম বাছাই গ্রিগর দিমিত্রভ ৬-৩, ৬-৪, ৭-৫ হারিয়েছেন দুসান লাজোভিচকে। গেল মঁফিস ৬-৪, ৩-৬, ৭-৫, ৬-৪ হারিয়েছেন ২২তম বাছাই আদ্রিয়ান মানারিনোকে। ডেনিস শাপোভালভ ৬-১, ৭-৫, ৬-৪ হারিয়েছেন ১৯তম বাছাই নিকোলাস জারিকে।

মেয়েদের বিভাগে সপ্তম বাছাই জেসমিন পাওলিনি ৭-৫, ৬-৩ হারিয়েছেন সারা সোরিবেস তোরিমোকে। ১৪তম বাছাই দারিয়া কাসাতকিনা ৬-৩, ৬-০ হারিয়েছেন ঝেং শুয়াইকে। নবম বাছাই মারিয়া সাক্কারি ৬-৩, ৬-১ হারিয়েছেন ম্যাককার্টনি কেসলারকে। কাঁধের চোটের জন্য নাম তুলে নিয়েছেন সাবালেঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.