1/5ভারতের সবচেয়ে নবতম এয়ারলাইন্স হল আকাসা এয়ারলাইন্স। আর এবার তার পরিষেবা শুরু হতে চলেছে। ২৮ টি সাপ্তাহিক বিমানের শিডিউল নিয়ে শুরু হচ্ছে আকাসা এয়ার-এর যাত্রা। ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার প্রোমোট করা এই এয়ার লাইন এবার উড়ানের অপেক্ষায়।
2/5আপাতত মুম্বই-আমেদাবাদ, বেঙ্গালুরু-কোচি রুটে চলবে এই এয়ারলাইন্সের বিমানগুলি। ৭ অগাস্ট থেকে মুম্বইয়ের পরিষেবা শুরু হবে। আর ঠিক তার ৬ দিন পর থেকে শুরু হবে বেঙ্গালুরুর পরিষেবা। নতুন দুটি বোএইং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফ্ট দিয়ে শুরু হচ্ছে এই এয়ারলাইন্সের যাত্রা।
3/5এই এয়ারলাইন্সে টিকিট বুক করা যাবে অ্যাপের মাধ্যমে। এয়ারলাইন্সের নিজস্ব অ্যাপ রয়েছে। এছাড়াও ওয়েবসাইট- www.akasaair.com এ গিয়েও দেখা যাবে এই এয়ারলাইন্সের বিস্তারিত তথ্য। সংস্থা জানাচ্ছে বিভিন্ন পর্বে বাগ করে তারা সারা বারতেই নিজেদের পরিষেবা ছড়িয়ে দিতে চায়।
4/5 ডিজিসিএর থেকে ইতিমদ্যেই আকাসা এয়ার পেয়ে গিয়েছে ছাড়পত্র। অন্যদিকে, নতুন ইউনিফর্ম নিয়ে সংস্থার স্টাফরাও তৈরি হয়েছেন পরিষেবা দিতে। সংস্থা জানাচ্ছে যাতে স্বচ্ছন্দ্যে কাজ করে স্টাফরা সবচেয়ে ভাল পরিষেবা দিতে পারেন, তার দিকে তাকিয়ে রয়েছে সংস্থা।
5/5আকাসাই ভারতের প্রথম এয়ারলাইন্স যারা ক্রিউ সদস্যদের জন্য আলাদা করে কাস্টম ট্রাউজার ও জ্যাকেট নিয়ে আসছে। রিসাইকেল করা পলিয়েস্টার ফ্যাবরিক দিয়ে তৈরি হয়েছে এই ইুনিফর্ম।