Akasa Air Service: জুলাই থেকেই উড়বে রাকেশ ঝুনঝুনওয়ালার সংস্থার বিমান, কবে থেকে মিলবে Akasa-র টিকিট

1/4কবে থেকে গ্রাহকরা টিকিট কিনতে সক্ষম হবেন: বিনয় দুবে বলেছেন যে আকাসা এয়ার আগামী সপ্তাহের শুরুতে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের সাথে একটি ফ্লাইট পরিচালনা করবে। কারণ এটি জুলাইয়ের শেষের দিকে বাণিজ্যিক পরিষেবা শুরু করার পরিকল্পনা করছে। দুবের মতে, এয়ার অপারেটরের শংসাপত্র পাওয়ার পাশাপাশি, বিমানবন্দরের স্লটের জন্য আবেদন করা হবে এবং দুই থেকে তিন সপ্তাহের মধ্যে টিকিট বিক্রি শুরু হবে।

2/4আকাসা এয়ারের আধিকারিক বিনয় দুবে জানিয়েছেন, প্রথমে আন্তঃরাজ্য রুটেই বিমান পরিষেবা শুরু হবে। ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে বলে আশা করা হচ্ছে। বিনয় দুবে জানিয়েছেন যে আকাশা এয়ারের নেটওয়ার্ক ভারতীয় মেট্রো শহরগুলি থেকে টিয়ার ২ এবং টিয়ার ৩ শহরে ফ্লাইটগুলির উপর ফোকাস করবে৷

3/4এর আগে গত ২০ জুন নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে আকাসা এয়ারের প্রথম বিমান। বোয়িং 737 MAX মডেলের বিমানটিই সংস্থার প্রথম বিমান।

4/4মোট ৭২টি বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান কিনছে আকাসা। গত ১৫ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে আনুষ্ঠানিকভাবে সংস্থার হাতে বিমানের চাবি তুলে দেয় বোয়িং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.