Ajinkya Rahane and Hanuma Vihari, WTC Final 2023: কোন দুই উঠতি তারকার পরিবর্তে রোহিতের সংসারে ফিরতে পারেন রাহানে-হনুমা

 আইপিএল-এর (IPL 2023) ভরা বাজারেই বিশ্ব টেস্ট ফাইনাল (World Test Final 2023) নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। শোনা যাচ্ছে এপ্রিল মাসের শেষ দিকেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মেগা ফাইনালের দল বাছতে বসে যাবে জাতীয় নির্বাচক মণ্ডলী। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পিঠের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন। সীমিত ওভারের আর এক তারকা সূর্য কুমার যাদবের (Surya Kumar Yadav) প্রতি নির্বাচকদের মোহভঙ্গ হয়েছে। তাই শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) সংসারে দুই অভিজ্ঞ অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) ও হনুমা বিহারীর (Hanuma Vihari) প্রত্যাবর্তন হতে পারে। গত কয়েক মাসে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়ার (Team India) সংসারে সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন কে এল রাহুল (KL Rahul)। তবে এখন শোনা যাচ্ছে টেস্ট দলে পাকাপাকিভাবে চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) দায়িত্ব দিতে চাইছে জাতীয়  নির্বাচক মণ্ডলী। 

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর কর্তা বলেন, “আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চেতেশ্বর পূজারাই দলের সহ-অধিনায়ক হবে। রোহিতের ডেপুটি হিসাবেই তিনি ইংল্যান্ডে যাবেন। এমনকি আগামী দিনেও পূজারাকেই সহ-অধিনায়ক হিসেবে ভেবে রাখা হয়েছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.