মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তর প্রদেশে কৃষি ক্ষেত্রে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন এসেছে। কৃষি ব্যবস্থাকে আধুনিক করতে রাজ্য সরকার এআই প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। এর ফলে একদিকে যেমন ফসলের উৎপাদন বেড়েছে, তেমনি কৃষকদের আয় বেড়ে হয়েছে দ্বিগুণ।
রাজ্যে এআই চালিত ড্রোন, মাঠ, সেচ ব্যবস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকরা আবহাওয়া, মাটির গুণাগুণ, ফসলের অবস্থা, কীট, রোগ নিয়ন্ত্রণ, সেচ ব্যবস্থাপনা নিয়ে কৃষি বৈজ্ঞানিক পরামর্শ পাচ্ছেন।
ডিজিটাল এগ্রিকালচার মিশনের অধীনে প্রায় ৩০০ জন কৃষক বিশেষজ্ঞ কৃষিকাজকে এআই প্রযুক্তি নির্ভর করার চেষ্টা করছেন। এই প্রযুক্তিকে কাজে লাগানোর ফলে ফসলের ক্ষতি অনেক কমেছে।
রাজ্য সরকার ভুট্টার ফলন হেক্টর প্রতি ২৯ কুইন্টাল থেকে ৭০ কুইন্টাল এবং ধানের ফলন ৪৫ কুইন্টাল উৎপাদন ছাড়িয়ে গিয়েছে। ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং গুগলের সঙ্গে অংশীদারিত্বে উত্তরপ্রদেশ এখন এআই ভিত্তিক কৃষিকাজে দেশের প্রথম মডেল রাজ্য হয়ে উঠেছে। e-NAM- এর মতো প্ল্যাটফর্ম কৃষকদের জন্য উপকারী হয়েছে। এমনকি ঋণ, বীমা, ভর্তুকির মত পরিষেবাগুলি দ্রুত পেতে সাহায্য করছে এআই।
যোগী সরকারের এই পদক্ষেপগুলি উত্তর প্রদেশের গ্রামীণ অর্থনীতিকে মজবুত করেছে। একই সঙ্গে দেশের মধ্যে একটি মডেল রাজ্য হিসেবে উঠে আসতে শুরু করেছে উত্তর প্রদেশ।

