Ahona Dutta Wedding: মায়ের অমতে দীপঙ্করের সঙ্গেই রেজিস্ট্রি, ১ বছর পর বিয়ের কথা প্রকাশ্যে আনলেন অহনা…

বছরের শুরুতেই সুখবর দিলেন অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অহনা দত্ত। বিয়ে করেছেন অভিনেত্রী। 

  

2/10

অহনার বিয়ে

তবে সদ্য নয়, ২০২৩ সালের ১৩ ডিসেম্বর কাছের মানুষদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেন তিনি। 

3/10

অহনার বিয়ে

অহনার প্রেমিক যিনি পেশায় মেকআপ আর্টিস্ট, সেই দীপঙ্কর দে-র সঙ্গেই বিয়ে করেছেন তিনি। 

  

4/10

অহনার বিয়ে

প্রথম থেকেই দীপঙ্করকে ভালোবাসার কারণে মায়ের সঙ্গে দূরত্ব এসেছিল অহনার। সেই দূরত্ব এখনও বর্তমান। 

  

5/10

অহনার বিয়ে

প্রেমিকের জন্য মায়ের সঙ্গে দূরত্ব তৈরি করাকে কেন্দ্র করে ট্রোল হতে হয়েছিল অহনাকে। প্রায় ২ বছর একসঙ্গে থাকেন তাঁরা। 

  

6/10

অহনার বিয়ে

অহনা এদিন লেখেন, ‘প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ৬৫০ স্কোয়ারফিটের ভাড়ার ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সকলে’।

7/10

অহনার বিয়ে

‘ওর মা তখন জীবিত এবং উনি সেইদিন সবথেকে বেশি আনন্দে কেঁদেছিলেন। তার সঙ্গে ছিলো আমাদের এক্সটেন্ডেড পরিবার মেঘনা দি এবং শুভ দা এবং তাদের মা বাবারা’, জানান অহনা। 

  

8/10

অহনার বিয়ে

অহনা লেখেন, ‘সেইদিন আশীর্বাদ করার জন্য এই কজনের হাত উপস্থিত ছিলো। আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম। বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে’ 

  

9/10

অহনার বিয়ে

অভিনেত্রী আরও লেখেন, ‘Officially Married Status পেয়েছিলাম। তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে বদলায়েনি কিছুই। একটু খুনশুটি আর ভালোবাসাটা বেড়ে গেছে এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিও টা আপনাদের দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল’। 

  

10/10

অহনার বিয়ে

মায়ের সঙ্গে যোগাযোগ নেই অহনার। বিয়ের কথাও জানাননি। তবে দিদাকে জানিয়েছেন যে তিনি বিয়ে করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.