অগ্নিশর্মা অগ্নিমিত্রা
কেশিয়াড়িতে অগ্নিশর্মা মেজাজে দেখা গেল অগ্নিমিত্রা পালকে। একটি বুথে পুলিশ ঢুকে ছিল বলে অভিযোগ। তিনি পুলিশকে বার করে দেন।। তার পর ওই বুথে বিজেপির এজেন্টকেও বসিয়ে দেন। তবে বুথ থেকে বেরোলে বিজেপি প্রার্থীকে ঘিরে পাল্টা বিক্ষোভও দেখায় তৃণমূল। ‘গো ব্যাক’ স্লোগান ওঠে।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১১:৪০
দেশের ভোটে এগিয়ে বাংলা
প্রথম চার ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলাতেই। সবচেয়ে কম ভোট পড়েছে ওড়িশায়, ২১.৩০ শতাংশ।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১১:৩৯
সকাল ১১টা পর্যন্ত ভোটের হার
সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোটের হার ৩৬.৮৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে ঘাটালে, ৩৯.২১ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুরুলিয়ায়, ৩৩.১৬ শতাংশ।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১১:৩৪
কেশিয়াড়ির বুথে উত্তেজনা
খড়্গপুরের কেশিয়াড়ির চাকলা বুথে উত্তম রাউত নামে বিজেপির এক বুথ এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী হিরণ ওই এজেন্টকে নিয়ে বুথে ঢুকিয়ে দেন। এলাকায় উত্তেজনা রয়েছে।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১১:১৬
চার ঘণ্টায় প্রায় হাজার অভিযোগ
ভোট শুরুর পর থেকে চার ঘণ্টায় কমিশনের কাছে ৯৫৪টি অভিযোগ জমা পড়েছে। সবচেয়ে বেশি অভিযোগ করেছে সিপিএম, ৮৪টি। বিজেপি করেছে ৮২টি অভিযোগ। এ ছাড়া, তৃণমূলের তরফে দু’টি অভিযোগ করা হয়েছে।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১১:১৪
ভোটারকে মারধর!
নন্দীগ্রামে বিজেপির ভোটারদের বুথে যাওয়ার আগে রাস্তায় মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সাত জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১১:১২
কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে হলদিয়ার একটি বুথে বিক্ষোভ দেখানো হয়। কিউআরটিকে ডাকেন বিজেপি প্রার্থী। কিছু ক্ষণ পর কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছয়। লাঠি উঁচিয়ে ভিড় সরিয়ে দেয় তারা। অভিজিৎ বুথ থেকে নিরাপদে বেরিয়ে যান। তবে এলাকায় উত্তেজনা রয়েছে।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:৫৪
হলদিয়ায় আবার বিক্ষোভের মুখে অভিজিৎ
হলদিয়ায় আবার বিক্ষোভের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একটি বুথের বাইরে তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। অভিজিৎ বলেন, ‘‘স্লোগান দিচ্ছে তো আমি কী করব? এখানে ছাপ্পা দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে এসেছি। কিউআরটি টিমকে খবর দিয়েছি। তাদের আসার জন্য অপেক্ষা করছি।’’
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:৪৮
ভোট দিলেন শুভেন্দু
নন্দীগ্রামের নন্দনায়েকবাড় বুথে শনিবার সকালে ভোট দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা এলাকার বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, ‘‘নন্দীগ্রামে তৃণমূলকে সাফ করে দিয়েছি। ২০০ বুথে এজেন্ট দিতে পারেনি তৃণমূল।’’
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:৪৫
মাথা পেতে আশীর্বাদ!
ঘাটালে সকাল থেকে বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী দেব। একটি বুথের সামনে বৃদ্ধার কাছে মাথা পেতে বসে পড়েন তিনি। বৃদ্ধা তাঁকে আশীর্বাদ করেন। পরে ওই ছবি দেব সমাজমাধ্যমে শেয়ার করেছেন।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:১৯
মেদিনীপুরে অগ্নিমিত্রাও বিক্ষোভের মুখে
মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বিশাল কনভয় নিয়ে খড়্গপুরের গ্রামে ভোট পরিদর্শনে যান। পুলিশ সেই কনভয় আটকে দেয়। পরে গ্রামবাসীরা প্রার্থীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।
অগ্নিমিত্রা এ প্রসঙ্গে বলেন, ‘‘আমার কনভয়ে মোট তিনটি গাড়ি রয়েছে। বাকি তো সংবাদমাধ্যমের গাড়ি। রাজ্যের পুলিশ এটা সহ্য করতে পারছে না। তাই আটকাচ্ছে।’’
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:১৩
কী বলছেন দেব
কেশপুরে হিরণের বিরুদ্ধে হামলা এবং বিজেপি প্রার্থীর পাল্টা হামলা প্রসঙ্গে তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘আজকের দিনে হিরণকে নিয়ে কিছু বলতে চাই না। প্রার্থীদের শুভেচ্ছা। মানুষ যাঁকে বিশ্বাস করেন, তিনিই ভোট পাবেন। এখনও পর্যন্ত ভোট ঠিকঠাক লাগছে।’’
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:১১
কী বলছেন হিরণ
কেশপুরে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের অভিযোগ, বুধবার রাতে বিজেপি কর্মীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। তিন জনের হাত ভেঙে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে হিরণ বলেন, ‘‘কোথায় অভিযোগ দায়ের হয়েছে? ওদের পুলিশ, ওরা অভিযোগ করেনি? এফআইআরের কপি দেখাতে বলুন। ১৪৪ ধারা চলছে। তার মধ্যে হাতে বাঁশ, লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন।’’
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:০৭
হিরণকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ
কেশপুরে বিজেপি প্রার্থী হিরণকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে। চাকার সামনে রাস্তায় শুয়ে পড়েছেন তৃণমূল কর্মীরা। মহিলারা হাতে লাঠি, বাঁশ নিয়ে বেরিয়েছেন। গাড়িতে বসে আছেন হিরণ। তাঁর বিরুদ্ধে বুধবার রাতে এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:৪৭
ভোটারদের প্রভাবিত করার অভিযোগ
শালবনিতে মহিষলোট এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:৪৫
বাংলায় সবচেয়ে বেশি ভোট
এখনও পর্যন্ত ভোটদানের হারে দেশের মধ্যে এগিয়ে বাংলা। সবচেয়ে বেশি ভোট বাংলাতেই পড়েছে প্রথম দু’ঘণ্টায়।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:৪৪
শীর্ষে সবং
ঘাটাল লোকসভার অন্তর্গত সবংয়ে সবচেয়ে বেশি ভোট পড়েছে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ২২.৪৫ শতাংশ।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:৪২
সকাল ৯টা পর্যন্ত ভোটের হার
সকাল ৯টা পর্যন্ত বাংলার আট কেন্দ্রে ১৬.৫৪ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে বেশি ভোট পড়েছে তমলুকে, ১৯.০৭ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে পুুরুলিয়ায়, ১২.৩৮ শতাংশ।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:৪০
ভোট দিলেন পুরুলিয়ার তৃণমূল প্রার্থী
পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো গাড়াফুসড় প্রাথমিক বিদ্যালয়ে ২৩৯/১৬ নম্বর বুথে ভোট দিলেন।
শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ০৯:৩৯
ঝালদার বুথে বিজেপি প্রার্থীর বচসা
প্রিসাইডিং অফিসার গেঞ্জি, লুঙ্গি পরে বসে! ঝালদার বুথে গিয়ে আপত্তি তুললেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। তাঁর অভিযোগ, একটি বিশেষ শ্রেনীর মানুষকে প্রভাবিত করতে তিনি এই পোশাক পরেছেন। প্রার্থীর আপত্তির পর ক্যামেরার সামনেই প্যান্ট পরে নেন প্রিসাইডিং অফিসার।