পঞ্চায়েত নির্বাচনে সুরক্ষার দাবিতে ভোট কর্মীদের সোচ্চার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভেদুয়াশোলে।আজ ভেদুয়াশোল উচ্চ বিদ্যালয়ে ভোট কর্মীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে আচমকাই একদল ভোটকর্মী সুরক্ষার দাবি তোলেন। তাদের সমর্থন জানাতে এগিয়ে আসেন বেশ কিছু ভোট কর্মী। এই ঘটনায় শিবিরে আগত পদস্থ আধিকারিকরা হকচকিয়ে যান।
ভোটকর্মীদের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্হানে ইতিমধ্যেই বড়সড় অশান্তি ঘটে গেছে। ভোটের দিন পরিস্হিতি আরও ঘোরালো হবে। এই কারণে ভোটকর্মীরা নিরাপত্তা হীনতায় ভুগছেন।এজন্যই তারা সুনিশ্চিত নিরাপত্তার দাবি করেছেন।এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু রাত্রিবাসের ও শৌচাগারের ব্যবস্থা জরুরি।
উল্লেখ্য, নির্বাচনী প্রশিক্ষণের প্রথম দিন বাঁকুড়া ক্রিশ্চান কলেজে ও মিশন বালিকা বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় যৌথ সংগ্ৰামী গণ মঞ্চ।