এবারের
পঞ্চায়েত ভোটে বিজেপি যেখানে যেখানে জয়লাভ করবে সেখানে তারা কীভাবে পঞ্চায়েত, সমিতি বা জেলা পরিষদ পরিচালনা করবে? তাদের লক্ষ্য কী হবে সেক্ষেত্রে? এই প্রশ্নের সোজাসুজি জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি জানালেন, তাঁদের প্রথম কাজ হবে রাজ্যের বিভিন্ন জেলা পরিষদে প্রাক্তন পদাধিকারীদের কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে। শনিবার কলকাতায় প্রেসক্লাবে মিট দ্যা প্রেস অনুষ্ঠান ছিল, সেখানে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা স্পষ্ট করে বঙ্গ বিজেপি সভাপতি বলেন, দুর্নীতিতে নয়ছয় হয়ে যাওয়া টাকা তারা উদ্ধার করে মানুষের কাজে ব্যবহার করবেন।
আগামী ৮ই জুলাই রাজ্যে একদফায় পঞ্চায়েত ভোট। এবার তৃণমূলের পরেই সবচেয়ে বেশি মনোনয়পত্র জমা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই সুকান্ত মজুমদারের দাবি, পঞ্চায়েত ভোটে তৃণমূলকে সবচেয়ে বেশি প্রতিযোগিতার মধ্যে তার দলের প্রার্থীরাই ফেলবে।
একই সঙ্গে বলেন, যে যে জেলা পরিষদে তারা ক্ষমতায় আসবেন সেটাকে সম্পূর্ণ দুর্নীতি মুক্ত করা হবে। পাশাপাশি, ওইসব পদের থেকে যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। সুকান্ত আরো বলেন, শুধু এফ আই আর নয়। দুর্নীতি করে সাধারণ মানুষের নয় ছয় করা টাকা উদ্ধার করবেন তারা। আর সেই টাকা ফের সাধারণ মানুষের কাজেই ব্যবহার করবেন।
বঙ্গ বিজেপি সভাপতি আশা প্রকাশ করে বলেন, উত্তরবঙ্গ ছাড়াও রাঢ়বঙ্গের জেলাগুলিতে পঞ্চায়েত ভোটে বিজেপি ভালো ফল করবে।
যদি কোনও জেলা পরিষদ ত্রিশঙ্কু হয় তাহলে শাসক দলকে আটকাতে তৃণমূল বিরোধী বাম কংগ্রেসের হাত কি বিজেপি ধরবে? এই প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, নীতিগতভাবে বামফ্রন্ট, কংগ্রেসের সঙ্গে আমাদের জোট সম্ভব নয়। কিন্তু যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজ্য কমিটি বসে সেই সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে। পঞ্চায়েত স্তরে তেমন পরিস্থিতি হলে স্থানীয় নেতৃত্বই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবে।