স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার ২৯ ঘণ্টা পার, সমাধানসূত্র অধরা, ভিড় বাড়ছে জুনিয়র ডাক্তারদের অবস্থানে

২৯ ঘণ্টা পার, এখনও জারি ধর্না

এই পরিস্থিতির মধ্যে এখনও কাটল না বৈঠকের জট। প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়ার মাঝেই স্বাস্থ্য ভবনের বাইরে ২৯ ঘণ্টা ধরে ধর্নায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, তত ভিড় বাড়ছে অবস্থানস্থলে।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৪ key status

শর্ত মানলেই আলোচনা, বলছেন জুনিয়র ডাক্তারেরা

নবান্নের সাংবাদিক বৈঠকের পরই পাল্টা প্রতিক্রিয়া আসে আন্দোলনকারী চিকিৎসকদের তরফে। তাঁরা সাফ জানিয়ে দেন, এই আন্দোলনে কোনও রাজনীতি নেই। এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন বলেই দাবি তাঁদের। রাজ্য সরকার তাঁদের শর্তগুলি মেনে নিলেই আলোচনায় বসতে তাঁরা প্রস্তুত।

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৩ key status

আন্দোলনে রাজনীতি প্রবেশ করেছে, সন্দেহ চন্দ্রিমার

সন্ধ্যায় বৈঠকের জন্য নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। চন্দ্রিমা সন্দেহ প্রকাশ করেন, এই আন্দোলনের মধ্যে রাজনীতি জড়িয়ে গিয়েছে। তিনি আরও বলেন,  “রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে। কোনও শর্ত সাপেক্ষে নয়। খোলা মন এবং শর্ত— দু’টি একসঙ্গে চলতে পারে না। অর্থাৎ, খোলা মন নেই। নির্যাতিতা বিচার পাক— ব্যাপারটি তা নয়। এর পিছনে রাজনীতির খেলা আছে। তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে।”

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫০ key status

দাবিতে অনড় আন্দোলনকারীরা

বুধবার সন্ধ্যা ৬টায় জুনিয়র ডাক্তারদের ১২-১৫ জনের প্রতিনিধিদলকে ডাকা হয়েছিল নবান্নে আলোচনার জন্য। কিন্তু তাতে রাজি নন আন্দোলনকারীরা। তাঁরা পাল্টা চারটি শর্ত দিয়েছেন। প্রথমত, অন্তত ৩০ জনের প্রতিনিধিদল থাকবে বৈঠকে। দ্বিতীয়ত, নবান্নে যে বৈঠক হবে, স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট করতে হবে। তৃতীয়ত, আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি জানিয়েছিলেন আগে, সেই দাবিগুলির উপরেই বৈঠকে আলোচনা হতে হবে। চতুর্থত, নবান্নে যে বৈঠক হবে, সেখানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। 

timer শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৪৯ key status

বৈঠকের জট কাটল না এখনও

মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে থেকে ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তারেরা। স্বাস্থ্য ভবনের সামনে সেই থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় ইমেল চালাচালি হয়েছে। কখনও নবান্ন থেকে ইমেল এসেছে, বৈঠকের আহ্বান জানিয়ে। কখনও পাল্টা শর্ত দিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। কিন্তু বৈঠক নিয়ে সমাধানসূত্র এখনও বার হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.