‘আফগান সমস্যা দ্রুতই কাশ্মীরে দেখা দিতে পারে’,প্রস্তুত থাকার বার্তা CDS রাওয়াতের

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত রবিবার বলেন যে আফগানিস্তানের পরিস্থিতি জম্মু ও কাশ্মীরে উপনীত হতে পারে। তাঁর মত, ভারতকে এর জন্য অবশ্যই ‘প্রস্তুত থাকতে হবে।’ গুয়াহাটিতে একটি অনুষ্ঠানের ফাঁকে এই কথা বলতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর চার স্টার প্রাপ্ত জেনারেল।

বিপিন রাওয়াত বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান তালিবানের দখলে যাওয়ার পরই কাশ্মীরের সীমানায় নজরদারি বাড়ানো ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা জানি, আফগানিস্তানে যা ঘটছে সেটা জম্মু ও কাশ্মীরেও ঘটতে পারে।’ সিডিএস জেনারেল রাওয়াত আরও বলেন, ‘আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদের সীমানা সিল করতে হবে। মনিটরিং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাইরে থেকে কে আসছে সেদিকে নজর রাখতে হবে, চেকিং করতে হবে।’ট্রেন্ডিং স্টোরিজ

জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘এটা সত্যি যে জম্মু ও কাশ্মীরের স্থানীয় এবং পর্যটকদের উচ্চ স্তরের সতর্কতার জেরে ভারী চেকিংয়ের ধক্কি পোহাতে হতে পারে। তবে তাদের বোঝা উচিত যে এটি তাদের নিজস্ব নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই। ভারতের প্রতিটি নাগরিকের নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে শিক্ষিত হওয়া উচিত।’

তিনি বলেন, ‘প্রতিটি নাগরিক যদি নিজেদের ভূমিকা পালন করে তবে আপনি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। আপনার পাড়ায় কে থাকে তা অবশ্যই আপনাকে জানতে হবে। আমরা চটপটে থাকলে কোনও জঙ্গি আমাদের পাড়ায় থাকতে পারে না। কারো সম্পর্কে সন্দেহজনক কিছু মনে হলে স্থানীয় পুলিশকে সেই সম্পর্কে অবলিম্বে অবহিত করে। কেউ আমাদের রক্ষা করতে আসবে না, আমাদের নিজেদের রক্ষা করতে হবে, আমাদের জনগণকে রক্ষা করতে হবে এবং আমাদের সম্পত্তি রক্ষা করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.