এবার করোনায় আক্রান্ত হলেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পুত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরে। শনিবার সন্ধেয় নিজেই টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন উদ্ধব-পুত্র। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে তাঁর সংস্পর্শে আসা সবাইকে করোনা পরীক্ষা করানোর অনুরোধও জানিয়েছেন।
দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরেই দীর্ঘদিন ধরেই মারণ ভাইরাসের সংক্রমণে লণ্ডভণ্ড হয়ে মহারাষ্ট্র। বেশ কয়েক মাসের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল গত বছরের শেষের দিকে। কিন্তু ফের বিপত্তি। গত কয়েকদিন ধরেই রাজ্যে মারণ ভাইরাসের সংক্রমণ আচমকাই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। দৈনিক সংক্রমণ ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। নাগপুর সহ বেশ কিছু এলাকায় লকডাউন ও নৈশ কার্ফুর পথে হাঁটতে হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। শুক্রবারই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাজ্যে ফের লকডাউন জারির হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘মারণ ভাইরাস রুখতে লকডাউনই একমাত্র পথ।’ সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খোদ মুখ্যমন্ত্রী পুত্র তথা রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য আদিত্য ঠাকরে করোনায় আক্রান্ত হলেন। এদিন সন্ধে ছয়টা ২৬ মিনিটে তিনি টুইট করে লিখেছেন, ‘করোনার মৃদু উপসর্গ লক্ষ্য করেই পরীক্ষা করিয়েছিলাম। আর তাতে কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে। আমার সংস্পর্শে গত কয়েকদিন ধরে যাঁরা এসেছেন তাঁদের সবাইকে পরীক্ষা করানোর জন্য অনুরোধ জানাচ্ছি।’ সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার পাশাপাশি যাবতীয় সতর্কতা নেওয়ারও অনুরোধ জানিয়েছেন আদিত্য ।