Adani Group’s Gain amid Coal Crisis: কয়লা সংকটে লক্ষ্মীলাভ আদানি গ্রুপের! হাতে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিশাল বরাত

1/5কয়লা সংকটে লক্ষ্মীলাভ আদানি গ্রুপের! হাতে রাষ্ট্রায়ত্ত সংস্থার বিশাল বরাত।

2/5কয়লা সংকটে লক্ষ্মীলাভ হল আদানি গ্রুপের। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (NTPC) তরফে গত অর্থবর্ষে মোট ২০ মিলিয়ন টন কয়লা আমদানির বরাত দেওয়া হয়েছিল। তার মধ্যে ১৭.৩ মিলিয়ন টন কয়লা আমদানির বরাত পেয়েছিল আদানি এন্টারপ্রাইজ।

3/5ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে ওই আধিকারিকরা জানিয়েছেন যে চলতি বছর ইতিমধ্যে আমদানিকৃত সাত মিলিয়ন টন কয়লা পেয়ে গিয়েছে এনটিপিসি। যদিও বিষয়টি নিয়ে এনটিপিসি এবং আদানি গ্রুপের তরফে প্রাথমিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

4/5তারইমধ্যে আজ শেয়ার বাজারে উত্থান হয়েছে আদানি এন্টারপ্রাইজের। আজ বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জে প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ২,৫৪৯.৮৫ টাকা। উত্থান হয়েছে ২.০৩ শতাংশ।

5/5গত ৫২ সপ্তাহে আদানি এন্টারপ্রাইজের প্রতিটি সর্বোচ্চ দাম ছিল ২,৫৬১.৩৫ টাকা। যা গত ২৫ জুলাই পৌঁছে গিয়েছিল। তারপর কিছুটা পতনের মুখে পড়েছিল। আর ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ছিল ১,৩৪৪.৬ টাকা। যে স্তরে গত ২৮ অক্টোবর পৌঁছে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.