শেষযাত্রায় ঐন্দ্রিলা, কেওড়াতলা শ্মশানে অভিনেত্রীর মরদেহ, শেষ বিদায়ের প্রস্তুতি

১৯ দিনের লড়াইয়ের পর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রবিবার হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয়েছে কুঁদঘাটের বাড়িতে। এর পর টলিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয় শেষ বারের মতো রাখা হবে তাঁর মরদেহ। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য করা হবে।

রবিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা। ১ নভেম্বর থেকে অসুস্থ ছিলেন তিনি। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। এর পর কোমায় চলে যান তিনি। ভেন্টিলেশনেও রাখা হয়েছিল তাঁকে। দীর্ঘ লড়াইয়ের পর হার মানতে হয় ঐন্দ্রিলাকে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৮:৩০ key status

কেওড়াতলায় অভিনেত্রীর শেষকৃত্যে থাকবেন পরিবারের সদস্য এবং মন্ত্রীরা

কেওড়াতলায় ঐন্দ্রিলার শেষকাজে বাইরে রাখা হল সংবাদমাধ্যম এবং অনুরাগীদের।

কেওড়াতলা শ্মশানে ঐন্দ্রিলার শেষকাজে তাঁর অনুরাগী বা সংবাদমাধ্যমের কোনও প্রতিনিধিরা ঢুকতে পারবেন না। অভিনেত্রীর শেষকৃত্যে একমাত্র তাঁর পরিবারের সদস্যরা এবং রাজ্যের মন্ত্রীরাই থাকতে পারবেন। এমনই জানিয়ে দেওয়া হল। কেওড়াতলায় পরিজনের সৎকারের জন্য যাঁরা এসেছিলেন, তাঁরা ঐন্দ্রিলার মরদেহ দেখতে ভিড় করেন। অভিনেত্রীকে শেষ বারের মতো দেখতে অনেকে মোবাইলে ভিডিয়ো কল করাও শুরু করে দেন।

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৮:১৯ key status

টলিপাড়া ছেড়ে শ্মশানে পৌঁছল ঐন্দ্রিলার মরদেহ

ঐন্দ্রিলার মরদেহ নিয়ে শোভাযাত্রা পৌঁছেছে কেওড়াতলায়।

টালিগঞ্জের স্টুডিয়ো ছেড়ে কেওড়াতলা শ্মশানে পৌঁছল ঐন্দ্রিলার মরদেহ। শেষ বিদায়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৮:০৮ key status

শারীরিক অসুস্থতা সত্ত্বেও দুর্গাপুজোয় মেতে থাকতেন ঐন্দ্রিলা

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই সত্ত্বেও দুর্গাপুজোর সময় উৎসবে মেতে থাকতেন ঐন্দ্রিলা। অক্টোবরে পুজোর সময়ও তিনি উপোস করেছিলেন। অভিনেত্রীর আবাসনের এক বাসিন্দা এমনই জানিয়েছেন। 

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৮:০২ key status

ঐন্দ্রিলাকে দেখে তারকা মনে হয়নি, স্মৃতিচারণা প্রতিবেশীদের

ঐন্দ্রিলাকে শেষশ্রদ্ধা জানাতে ভিড় টেকনিশিয়ান্স স্টুডিয়োয়।

ঐন্দ্রিলাকে কোনও দিন ভোলা যাবে না। অভিনেত্রীর আবাসনের বাইরে দাঁড়িয়ে এমনই বললেন তাঁর এক প্রতিবেশী। অভিনেত্রীর আচরণ তথাকথিত তারকাসুলভ ছিল না বলেও জানিয়েছেন তিনি। পুজোর সময় সকলে মিলে ভোগ খাওয়া থেকে শুরু করে উৎসবে মেতে থাকতেন ঐন্দ্রিলা। দুর্গাপুজোয় ঐন্দ্রিলার অভাব অনুভূত হবে বলেও মনে করেন ওই মহিলা।

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৭:৪৮ key status

শেষ বারের মতো ঐন্দ্রিলাকে দেখতে ভিড়

শেষ বারের মতো ঐন্দ্রিলাকে দেখতে তাঁর কুঁদঘাটের আবাসনের বাইরে ভিড়। আইভরি টাওয়ারের বাইরে দাঁড়িয়ে বহু প্রতিবেশীই ফিরে গিয়েছেন ঐন্দ্রিলার ছোটবেলার কথায়। প্রতিবেশী সীমা দাস বলেন, ‘‘প্রতি দিন বিকেলে হাঁটতে নামত মেয়েটা। আমার সঙ্গে দেখা হত। দু’জনে একসঙ্গে হাঁটতাম। আমাকে দেখলেই বলত, ‘‘কাকিমা ফাইটব্যাক করতেই হবে। আপনাকে দেখে অনুপ্রেরণা পাই।’’ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছেন ঐন্দ্রিলা। তবে সে লড়াইজয়ী সীমা তাঁকে বলতেন, ‘‘মা, তুমি নিশ্চয়ই পারবে।’’

ঐন্দ্রিলার বাড়ির সামনে পৌঁছেছে তাঁর মরদেহ।

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৭:২৫ key status

কুঁদঘাটের বাড়িতে পৌঁছল ঐন্দ্রিলার দেহ

রবিবার বিকেল সওয়া ৫টা নাগাদ ঐন্দ্রিলার কুঁদঘাটের বাড়িতে পৌঁছল তাঁর মরদেহ। ২৪ বছরের অভিনেত্রীর অকালমৃত্যুতে স্বাভাবিক ভাবেই বিষাদের ছায়া তাঁর পাড়ায়। কুঁদঘাটের আইভরি টাওয়ারে থাকতেন ঐন্দ্রিলা। রবিবার বিকেলে ওই আবাসনের বাইরে এলাকার মানুষজনের ভিড় উপচে পড়েছে। তত ক্ষণে খবর ছড়িয়ে পড়েছে, ঐন্দ্রিলা আর নেই। প্রত্যেকেই অপেক্ষা করছেন, ছোট্ট মেয়েটাকে শেষ বারের মতো কাছ থেকে দেখতে।

timer শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২২ ১৭:০১ key status

হাওড়ার হাসপাতাল থেকে বার করা হল ঐন্দ্রিলা শর্মার দেহ

 ঐন্দ্রিলার শেষযাত্রার আগে হাসপাতালে পৌঁছে যান পরিচালক রাজ চক্রবর্তী।

হাওড়ার একটি বেসরকারি হাসপাতাল থেকে বার করে আনা হল ঐন্দ্রিলা শর্মার দেহ। রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে রওনা দেন অভিনেত্রীর মা-বাবা এবং পরিবারের সদস্যেরা। ঐন্দ্রিলার শেষযাত্রা শুরু হওয়ার আগে থেকে হাসপাতালে ছিলেন তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী। ছিলেন ঐন্দ্রিলার বন্ধুবান্ধব-সহ টলিপাড়ায় তাঁর অসংখ্য অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.