Accident, Shalboni, শালবনিতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৮

 যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আহত প্রায় ১৮জন বাসযাত্রী। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে ভাদুতলা-লালগড় রাজ্য সড়কের উপর শালবনির চিংড়িশোল এলাকায়। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর-খাতড়াগামী যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল পিড়াকাটার দিকে। উল্টোদিক থেকে আসছিল একটি ট্রাক। চিংড়িশোলের নাকা চেকিং পোস্ট পেরিয়েই জঙ্গল রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের মধ্যে। বাসে থাকা প্রায় ৩৫-৪০ জন যাত্রীর মধ্যে কমবেশি ১৮ জন আহত হন। তাঁদের মধ্যে বেশকিছুজন মহিলাও ছিলেন। তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় শালবনি থানার পুলিশের তরফে। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.