লাদাখের তুরটুক সেক্টরে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত সেনাবাহিনীর সাতজন জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। একাধিক সেনার আঘাত গুরুতর। এদিকে সেনা সূত্রে খবর, আহতদের হেলিকপ্টারে চাপিয়ে অন্যত্র চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। সেকারণে ভারতীয় বায়ুসেনাকে কপ্টার পাঠাতে বলা হয়েছে। আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তরিত করার জন্য তৎপরতা শুরু হয়েছে। ঠিক কী হয়েছিল ঘটনাটি? সূত্রের খবর সেনা বোঝাই বাস পিছলে পড়ে যায় শিয়ক নদীতে।
এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আপাতত সাতজনের মৃত্যুর খবর মিলেছে। বাকিরা গুরুতর জখম হয়েছেন। তাঁদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। কীভাবে এই দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জনপ্রিয় খবর
সূত্রের খবর, ২৬জন আর্মি জওয়ানকে নিয়ে সেনার গাড়িটি যাচ্ছিল। সেই সময় সেনার ওই বাসটি পিছলে গিয়ে প্রায় ৬০ ফুট নীচে নদীতে গিয়ে পড়ে।প্রাথমিকভাবে জখম জওয়ানদের পার্তাপুর হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই সার্জিকাল টিম লেহ থেকে ওই হাসপাতালের দিকে রওনা হয়েছে। সূত্রের খবর, পারতাপুর ট্রানসিট ক্যাম্প থেকে লেহ জেলার তুরটুকের দিকে যাচ্ছিল বাসটি। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ভারতীয় সেনা জানিয়েছে, জখমদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। এদিকে গত মাসে কাশ্মীরের সোপিয়ানে সেনার একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। তার জেরে তিনজন সেনার মৃত্যু হয়েছিল। পাঁচজন জখম হয়েছিলেন সেই দুর্ঘটনায়।