সিবিআইয়ের ডাক পেতেই জনজোয়ার যাত্রা কর্মসূচি স্থগিত করে বাঁকুড়ার সোনামুখী থেকেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক ও সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ দুপুরে তিনি বেলিয়াতোড় থেকে সোনামুখী পৌছানোর পর তার কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষনা করেন। সেই সঙ্গে সিবিআইয়ের ও নাম না করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, দুদিন সময় না দিয়েই সিবিআই ডেকে পাঠিয়েছে, তদন্তে সহযোগিতা করতে তিনি কর্মসূচি স্থগিত রেখে হাজিরা দেবেন বলে জানান। তিনি বলেন, এর পূর্বে সারদা, নারদা, কয়লা কান্ডে ফাঁসানোর চেষ্টা করে এবার এসএসসি নিয়ে। তিনি বলেন, জনসমক্ষে প্রমাণ দিন, ফাঁসির মঞ্চ রেডি রাখুন বলেও মন্তব্য করেন। তিনি আরও বলেন, আগামী ২২ তারিখ থেকে এই সোনামুখী থেকেই ফের জনজোয়ার যাত্রা করবেন।
রাজনৈতিক মহলের মতে গতকাল উচ্চ আদালতের সিদ্ধান্ত জানার পরই একটা অনিশ্চয়তা দেখা যায়। সিবিআই তলব করবেই এটাও সকলের একরকম জানা, আজ সকালে সেই তলব আসে। তারপরই কর্মসূচি
স্থগিতের সিদ্ধান্ত। কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে একটা হতাশার ভাব লক্ষ্য করা যায়।
জনজোয়ার যাত্রায় আজ অভিষেকের পাত্রসায়ের, জয়পুর, কোতুলপুরে সভা ও বিষ্ণুপুরে রাত্রিযাপনের কর্মসূচি স্থির ছিল।