Aadhar Card Update: বড় আপডেট ! আর আধার কার্ড সঙ্গে রাখতে হবেনা! সব মুশকিল আসান…

বড় আপডেট! আর কোনও আধার কার্ড বা ফটোকপি সঙ্গে রাখতে হবেনা। নতুন এআই অ্যাপ, ফেস-আইডি দিয়ে মুহুর্তেই আপনার আধার পরিচয় যাচাই করে নেবে। নতুন আধার অ্যাপটি হোটেল, বিমানবন্দর, দোকান এবং অন্যান্য জায়গায় নিয়মিত যাচাইয়ের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। 

অ্যাপটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল নির্বাচনী ডেটা ভাগ করে নেওয়া।

  

2/13

ডেটা গোপনীয়তা

নতুন আধার অ্যাপটি কেবল নথি ভাগ করে নেওয়ার ঝুঁকি হ্রাস করে না, বরং এটি ডেটা গোপনীয়তার উপর নিয়ন্ত্রণও জোরদার করে।

3/13

ডেটা শেয়ার নিয়ন্ত্রণ

অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা কোন ডেটা, কখন এবং কার সঙ্গে শেয়ার করবেন তার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন।

  

4/13

নতুন অ্যাপটি বর্তমানে চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুত দেশব্যাপী চালু করার লক্ষ্য রয়েছে।

  

5/13

UPI পেমেন্ট

আধার যাচাইকরণ এখন UPI পেমেন্ট করার মতোই সহজ হয়ে গেছেন বলে মনে করেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

  

6/13

কোনও কার্ড বা কাগজের কপি

 QR স্ক্যান ব্যবহার করে রিয়েল-টাইমে তাদের পরিচয় যাচাই করতে পারবেন – কোনও কার্ড বা কাগজের কপির প্রয়োজন নেই।

7/13

স্মার্টফোন

আপনার স্মার্টফোন থেকেই দ্রুত এবং নিরাপদে আধার পরিচয় যাচাই করতে পারবেন

  

8/13

QR কোড

এছাড়া QR কোড-ভিত্তিক যাচাইকরণ পদ্ধতিও চালু করা হয়েছে।

  

9/13

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর সঙ্গে যৌথ উদ্যোগে এই নতুন অ্যাপটি এনেছে যা AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েই চলবে।

  

10/13

ডিজিটাল পদ্ধতি

ডিজিটাল পদ্ধতির মাধ্যমে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আধার যাচাইকরণকে আরও মসৃণ, নিরাপদ এবং সম্পূর্ণ ডিজিটাল করার জন্য একটি আধার অ্যাপ প্রকাশ করেছেন।

  

11/13

আধার কার্ডের ফটোকপি

হোটেল চেক-ইন বা ফ্লাইট বোর্ডিংয়ের আগে আধার কার্ডের ফটোকপি খুঁজে বের করার যে দিন শেষ।

  

12/13

যুগান্তকারী পরিবর্তন

নতুন আধার অ্যাপটি হোটেল, বিমানবন্দর, দোকান এবং অন্যান্য জায়গায় নিয়মিত যাচাইয়ের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

  

13/13

এআই অ্যাপ, ফেস-আইডি

আর কোনও আধার কার্ড বা ফটোকপি সঙ্গে রাখতে হবেনা। নতুন এআই অ্যাপ, ফেস-আইডি দিয়ে মুহুর্তেই আপনার আধার পরিচ. যাচাই করে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.