সরকারি উদ্যোগে আধার কার্ডের ব্যবস্থা করা হলো বাঁকুড়া জেলার প্রায় ৪৫ জন প্রতিবন্ধী শিশুর। আজ বাঁকুড়ায় ১নং ব্লকের “কর্মতীর্থে” শিশুদের আধার কার্ড তৈরীর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যে সমস্ত বিশেষ ভাবে সক্ষম শিশুদের নানা কারণে আধার কার্ড করানো সম্ভব হয়নি, আজ সমাজসেবী প্রতিষ্ঠান “বিকাশ”- এর সহায়তায় এক বিশেষ শিবিরে তাদের আধার কার্ড তৈরীর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫জন শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা হাজির হন। আধার কার্ডের প্রক্রিয়ার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা জানান, আধার কার্ড না হওয়ায় শিশুদের নিয়ে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। এবার সেই সমস্যা দূর হবে বলে তারা আশা প্রকাশ করেন।