বালুরঘাটে আত্রেয়ীর ড্যামে স্নান করতে নেমে জলে তলিয়ে প্রাণ গেল যুবকের, আশঙ্কাজনক আরো এক, মদ্যপানের জন্যই বিপত্তি বলছেন প্রত্যক্ষদর্শীরা

আত্রেয়ীর রিভার ড্যামে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো এক যুবক। রবিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায়। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় পুলিশি প্রহরা থাকা সত্ত্বেও কিভাবে ওই যুবকরা মদ্যপান করে নদীতে স্নান করতে নেমেছিল এমন প্রশ্ন তুলেই এদিন সরব হয়েছেন অনেকেই? যে কারণেই এদিনের এই দুর্ঘটনা বলেও দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী মৃত ওই যুবকের নাম হিতেশ শর্মা (২৬)। বাড়ি বালুরঘাট শহরের তহবাজার এলাকায়। পেশায় হিসাবরক্ষক হিতেশ ও তার বন্ধু সৌরভ আগরওয়াল এদিন বিকেলে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের ডাকরা এলাকায় আত্রেয়ীর রিভার ড্যাম দেখতে গিয়েছিলেন। যেখানে গিয়ে পাড়ে বসে বেশকিছুক্ষণ ধরে মদ্যপানও করেছিলেন তারা বলে অভিযোগ বাসিন্দাদের। আর এরপরেই স্নান করতে নেমেই আত্রেয়ীর প্রচন্ড জলস্রোতে তলিয়ে যায় ওই দুই যুবক। বেশ কিছুক্ষণ ধরে তাদের ডুবতে দেখে এগিয়ে আসে জেলেরা। এরপর জাল ফেলেই উদ্ধার করা হয়েছে ওই দুই যুবককে। তড়িঘড়ি তাদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেছে। বাকি একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিন বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় ডাকরা এলাকায়। যদিও এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধেই আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকায় পুলিশি প্রহরা থাকা স্বত্ত্বেও কিভাবে মদ্যপান করে ভরা নদীতে স্নান করতে নামছে বিভিন্ন এলাকার যুবকরা। বেশ কিছুদিন ধরে এলাকায় এমন অরাজকতা চললেও কেন কোনো হেলদোল নেই পুলিশের? যার কারণেই এদিনের এই মর্মান্তিক পরিণতি। যদিও ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে ওই দুই যুবককে তড়িঘড়ি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে এলাকায় নজরদারি বাড়িয়েছে বালুরঘাট থানার পুলিশ।

প্রসঙ্গত, বাংলাদেশের রাবার ড্যামের কারণে দক্ষিণ দিনাজপুর জেলার আত্রেয়ী নদী প্রতিবছরই খরার মরশুমে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। যার জেরে একদিকে চাষবাস করতে যেমন কৃষকরা সমস্যায় পড়ছেন তেমনি অন্যদিকে শহরজুড়ে তৈরি হয়েছে পানীয় জলের হাহাকার। যা উপলব্ধি করেই রাজ্য সরকার বালুরঘাটে আত্রেয়ীর বুকে রিভার ড্যাম নির্মাণের সিদ্ধান্ত নেন। যার কাজ শেষ না হলেও ড্যাম দিয়ে জল ছাড়তেই উৎফুল্ল বাসিন্দারা সেই জলে স্নান করতে হুড়মুড়িয়ে নেমে পড়ছেন। খরার মরশুমে দু’ একটি ছোট দুর্ঘটনা ঘটতেই তৎপর হয় পুলিশ প্রশাসন। এলাকায় বাড়ানো হয় পুলিশের নজরদারিও। কিন্তু তারই মাঝে এদিন এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে আত্রেয়ীর রিভার ড্যাম এলাকায়। যা দেখে এদিন রীতিমতো আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দাদের অনেকেই।

মানিক সরকার, রাজেশ টুডু সহ স্থানীয় বাসিন্দারা বলেন, মদ্যপান করে ড্যামে স্নান করতে নেমেই তলিয়ে গিয়েছিল ওই যুবকরা। পরে তাদের জাল ফেলে জেলেরা উদ্ধার করেছে। একজন মারা গেলেও আপরজন এখনও সুস্থ রয়েছে। তবে পুলিশ পাহারা থাকা স্বত্ত্বেও কিভাবে স্নান করতে নামছে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন ব্যক্তি? যা নিয়ে পুলিশ প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.