এক বছর পার, সুশান্তের মৃত্যু ‘দ্য আনটোল্ড স্টোরি’ হিসেবেই থেকে গেল

ঘড়ির কাঁটায় তখন বেলা সাড়ে ১০টা হবে। সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটের নীচে শয়ে শয়ে লোকের ভিড়। প্রিয় অভিনেতাকে দেখার জন্য ভক্তরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। না কোনও আনন্দ উৎসব নয়। বরং, এ প্রচেষ্টা প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে শেষবার দেখার।


দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল এই দিনটির। বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। নক্ষত্রের পতন ঘটলেও তার রশ্মি কিন্তু একফোঁটাও ম্লান হয়নি। আজও তামাম দর্শকের কাছে তিনি রয়ে গিয়েছেন প্রিয় অভিনেতা হিসাবে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান, মহাকাশ, তারামণ্ডল নিয়ে ছিল তার অগাধ চর্চা। তার এই বিশেষ গুণই তাকে আলাদা করে তোলে বলিউডের তথাকথিত আর পাঁচ জন অভিনেতাদের থেকে।


দিল্লি টেকনোলজি ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও তার আগ্রহ ছিল আস্ট্রফিজিক্সে। তিনি পেয়েছিলেন ‘ইন্ডিয়ান ন্যাশনাল ফিজিক্স অলিম্পেড’এর (Indian National Physics Olympaid) খেতাব। তিনি হতে চেয়েছিলেন একজন মহাকাশচারী। মহাকাশ, তারামণ্ডল নিয়ে ছিল তার অসীম আগ্রহ। সেই আগ্রহ থেকেই তিনি নিজের বাড়ির বারান্দায় বসিয়েছিলেন আস্ত একটি টেলিস্কোপ। বলিউডের কজন অভিনেতা আছেন যারা সুশান্তের মতো মহকাশপ্রেমী। বই পড়তে সাংঘাতিক ভালোবাসতেন। কিছুটা বইপোকা বলা চলে। শ্যুটিং ফ্লোরেও বই সব সময় সঙ্গে রাখতেন।


২০০৯ সালে ছোট পর্দার ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় (Pavitra Ristha) মুখ্য চরিত্রে অভিনয় দিয়ে শুরু তার অভিনয় জগতে পথচলা। এমন প্রতিভাকে কি কেবল ছোটপর্দায় আটকে রাখা যায়! ২০১১ সালে মুকেশ ছাবরার (Mukush Chhabra) পরিচালনায় ‘কাই পো চে’ (Kai Po Che) ছবি দিয়ে বলিউড অভিষেক হয় সুশান্তের। স্বল্প দিনের চলচ্চিত্র জীবনে তিনি বলিউডকে উপহার দিয়েছেন ‘পিকে’ (PK), ‘এম.এস ধোনি’ (M.S Dhoni), ‘কেদারনাথ’ (Kedarnath), ‘ছিছরে’র (Chhichhore) মতো অসাধারণ ছবি গুলি। তার শেষ ছবি ‘দিল বেচারা’ (Dil Bechara) মুক্তি পাওয়ার আগেই প্রয়াত হয়েছেন অভিনেতা।


অজানাকে জানার, অদেখাকে দেখার অদম্য ইচ্ছা ছিল তার মধ্যে। আর সেই ইচ্ছা থেকেই তিনি তৈরি করেছিলেন নিজের ৫০টি স্বপ্নপূরণের লিস্ট। প্লেন চালানো থেকে শুরু করে, মহিলাদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া, ধনুর্বিদ্যায় পারদর্শি হয়ে ওঠা, বাঁ হাতে ক্রিকেট খেলা, কলেজ হোস্টেলে একটা সন্ধ্যে কাটানো, ডিজনিল্যান্ডে পাড়ি, নিজের রোজগারে ল্যাম্বরগিনি কেনা, স্বামী বিবেকানন্দের উপর একটি ডকুমেন্টরি বানানো – এই রকম ৫০টি স্বপ্নের তালিকা তৈরি করেছিলেন সুশান্ত। যার কয়েকটি তিনি পূরণ করলেও অধিকাংশই রয়ে গিয়েছে অপূর্ন। ডায়েরির পাতায় এই  স্বপ্নগুলো আজও জ্বলজ্বল করে কিন্তু পূরণ করার জন্যে নেই সুশান্ত।


১৩ই জুন ২০২০, হঠাৎ সংবাদমাধ্যমে শিরোনাম কেড়েছিল সুশান্ত সিং রাজপুতের আচমকা মৃত্যু সংবাদ। মুম্বই পুলিশ অভিনেতার ঝুলন্ত দেহ উদ্ধার করেন তার ফ্ল্যাট থেকে। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে দর্শকমহল সকলেই থমকে গিয়েছিল এমন একজন উঠতি তারকার মৃত্যু সংবাদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.