স্ট্যাচু অফ ইউনিটির থেকে উঁচু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূর্তি তৈরি হবে এবার পুনেতে

এবার পুনের লাভাসায় তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট মূর্তি। জানা গিয়েছে, বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির থেকেও উচ্চতায় বেশি হবে এই মূর্তি। ভারতে মোদীর অসামান্য অবদানের কথা মাথায় রেখেই তাকে শ্রদ্ধা জানাতে এই মূর্তি গঠনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদীর মূর্তিকে ঘিরে মিউজিয়াম, পার্ক, এক্সিবিশন হল গড়ে তোলা হবে। চলতি বছরের শেষে উন্মোচন করা হবে মোদীর বিশাল মূর্তি।

লাভাসা হিল স্টেশনে হোটেল সহ একাধিক নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে ডারউইন প্ল্যাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এই সংস্থার তরফেই শ্রদ্ধার্ঘ্য হিসেবে গড়ে তোলা হবে মোদীর বিরাট মূর্তি। সংস্থার প্রধান অজয় হরিনাথ সিং জানিয়েছেন, “আমাদের দেশের একতা ও অখন্ডতা বজায় রাখতে নিজের সেরাটা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে স্বপ্ন দেখছে গোটা দেশ। ভারতের প্রতি তার অবদানের জন্য শ্রদ্ধা জানিয়েই মূর্তি তৈরি হবে।”

নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা ১৮২ মিটার। বিশ্বের উচ্চতম মূর্তিকেও ছাপিয়ে যেতে চলেছে প্রধানমন্ত্রীর নতুন মূর্তি। প্রাথমিকভাবে জানাগেছে, মোদীর মূর্তিটি ১৯০মিটার থেকে ২০০ মিটার উঁচু হতে পারে। চলতি বছরের ৩১ ডিসেম্বর এই মূর্তি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই মূর্তি ঘিরে বিরাট কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জানাগেছে, ভারতের ঐতিহ্য ভবিষ্যতের উপর ভিত্তি করে তৈরি হবে একটি মিউজিয়াম। এ ছাড়া মোদীর মূর্তি ঘিরে থাকবে নিউ ইন্ডিয়া মেমোরিয়াল পার্ক। পাশাপাশি থাকবে এন্টারটেইনমেন্ট সেন্টার ও এক্সিবিশন হল। প্রধানমন্ত্রীর জীবন নিয়ে তৈরি হবে একটি সিনেমা যা দেখানো হবে সেই এক্সিবিশন হলে। তবে এই কমপ্লেক্স কবে উদ্বোধন হবে তা এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.