‘দুর্ঘটনার’ কবলে পড়ল চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান। যে বিমানে ১৩৩ জন যাত্রী ছিলেন। চিনের সরকারি সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন তুলে ধরে এমনটাই জানাল সংবাদসংস্থা রয়টার্স। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিয়ে মুখ খোলা হয়নি।
চিনের সরকারি সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, কুনমিং থেকে গুয়াংঝুতে যাচ্ছিল বোয়িং ৭৩৭ বিমানটি। গুয়াঙ্গশি এলাকায় এলাকায় সেটি ‘দুর্ঘটনার’ কবলে পড়েছে। তার জেরে পাহাড়ের মাথায় আগুন জ্বলতে দেখা গিয়েছে। সেই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানানো হয়নি। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে উদ্ধারকারী দল।