ফাঁকা একটি মাঠ। চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা। মাঠের এক পাশে দাঁড় করানো হলুদ রঙের একটি কন্টেনার ট্রাক। সারা দিন কেটে গেলেও ট্রাকটিকে ওখান থেকে চলে যেতে না দেখে সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। প্রথমে তাঁরা নিজেরাই ট্রাকচালকের খোঁজ করেন। কিন্তু কার ট্রাক, কেনই বা মাঠে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন, এর কোনও উত্তর না পেয়ে শেষমেশ পুলিশে খবর দেন স্থানীয়রা।
ঘটনাস্থলে আসে পুলিশ। ডাকা হয় বম্ব স্কোয়াডকেও। এর পরই কন্টেনারের দরজা খোলে পুলিশ। আর দরজা খুলতেই চমকে উঠে তারা। দেখা যায়, কন্টেনারের ভিতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে ১৮টি লাশ। কন্টেনারের এক কোনায় জড়োসড়ো হয়ে বসে আরও কয়েক জন। তাঁদের শারীরিক অবস্থাও খুব একটা ভাল ছিল না। তাঁদের মধ্যে কেউ কেউ আবার অচৈতন্য হয়ে পড়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কন্টেনারের ভিতরে থাকা মৃত এবং জীবিত প্রতিটি মানুষই আফগানিস্তানের। কন্টেনারে লুকিয়ে বুলগেরিয়ায় ঢুকেছিলেন তাঁরা। কিন্তু তার আগেই মৃত্যু হয়েছিল কয়েক জনের।