দেশের ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। এদিকে সংসদে চলছে বাজেট অধিবেশন। তারই মাঝে নির্বাচনী প্রচার ইস্যুতে কংগ্রেস-বিজেপির মধ্যে তোপ পাল্টা তোপের রাজনীতি জারি রয়েছে। এদিকে, সংসদে আজ বক্তব্য রাখতে ওঠেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের দারিদ্রতা প্রসঙ্গে ২০১৩ সালে তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর একটি মন্তব্য তুলে ধরে তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি নির্মলা সীতারামন।
নির্মলা প্রশ্ন তোলেন, বিরোধীদের অভিযোগ অনুযায়ী ২০২২ বাজেটে তিনি কোন দরিদ্র মানুষদের বাদ রেখেছেন? এরপরই রাহুল গান্ধীর নাম না কের কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০১৩ সালে রাহুল গান্ধীর এক মন্তব্যকে তুলে ধরেন। সেবার রাহুল গান্ধী বলেছিলেন, দারিদ্রতা একটি মানসিক অবস্থা। সেই প্রসঙ্গ তুলে নির্মলা সীতারামন বলেন, ‘দরা করে বলুন এই দারিদ্রতার কথাই কি আপনারা চেয়েছিলেন আমার বাজেটে? মানসিক দারিদ্রতা।’ নির্মলা সীতারামন কংগ্রেসকে টার্গেট করে বলেন, ‘আপনাদের প্রাক্তন প্রেসিডেন্ট বলেছিলেন, “দারিদ্রতার অর্থ খাদ্য, টাকা বা জিনিসের অভাব নয়। কেউ যদি আত্মবিশ্বাস রাখেন, তাহলে তার উর্ধ্বে যেতে পারেন।”‘ নির্মলা বলেন, ‘তিনি বলেছিলেন। এটি একটি মানসিক অবস্থা।’ট্রেন্ডিং স্টোরিজ
এরপরই বিরোধী আসন থেকে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী নির্মলাকে রোখার চেষ্টা করেন। তিনি অভিযোগ তোলেন রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে। জবাবে নির্মলা বলেন, ‘আমি কাউকে নিয়ে মশকরা করছি না। যিনি দরিদ্রদের নিয়ে মশকরা করেছেন, আপনারা তাঁদের সঙ্গে জোটে রয়েছেন।’ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আমি কাউকে নিয়ে মশকরা করছি না, এটা আমার বিবৃতিও নয়। আমি শুধু ওঁর মন্তব্যকে তুলে ধরেছি। প্রসঙ্গত, এর আগে রাহুল গান্ধী সংসদে তাঁর ভাষণে তামিলনাড়ুর প্রসঙ্গ তোলেন। সংসদ থেকে বের হওয়ার সময় বলেছিলেন, ‘আমি তো তামিলই।’ এরপর আজ, নির্মলা সীতারামন একটি তামিল প্রবচন উল্লেখ করেও কটাক্ষ করতে ছাড়েননি রাহুলকে। কংগ্রেস নেতা কপিল সিব্বালকে কটাক্ষ করতেও ছাড়েননিন নির্মলা। এর আগে কংগ্রেস নেতা কপিল সিব্বাল বলেছিলেন ,’এটি দেশের অমৃতকাল নয়, বরং রাহু কাল’। তার জবাবে নির্মলা সীতারামন বলেন, ‘রাহু কাল হল জি ২৩ যখন থেকে তৈরি হয়েছে তখনের।’ উল্লেখ্য, জি ২৩ হল কংগ্রেসের ২৩ জন বিক্ষুব্ধ নেতার সমষ্টি। জানা যায়, সেই তালিকায় খোদ কপিল সিব্বালও রয়েছেন।