দীঘায় বেড়াতে এসে সমুদ্রে ডুবে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহরে।
ঘটনা জানাগেছে, গতকাল হুগলির তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাসে করে একটি পর্যটকের দল দীঘায় আসে। তারা ওল্ড দিঘায় একটি হোটেলে ওঠেন। বুধবার সন্ধ্যার নাগাদ দুই বন্ধু অরিন্দম দে(১৯) ও তারকেশ্বর বিশ্বাস সমুদ্রে স্নান করতে নামে। দু’জনেই কলেজ পড়ুয়া। অমাবস্যার কোটাল থাকায় সমুদ্রের ঢেউয়ে দুজনেই তলিয়ে যায়। স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন তারকেশ্বরকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠালেও অরিন্দম তলিয়ে যায়। আজ সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন দীঘা এসে পৌঁছেছেন। তারা কান্নায় ভেঙে পড়েছেন। তারকেশ্বর অবস্থা এখন আপাতত সুস্থ।