চক্রধরপুর বিভাগে বেশ কিছু এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করল রেল। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, মহালিমারূপ এবং রাজখরসওয়ান স্টেশনের মাঝে লাইনে কাজের জন্য শুক্রবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের গতিপথ ও সময়সূচি পরিবর্তন করেছে রেল।
২৮ অক্টোবর শুক্রবার চক্রধরপুর ডিভিশনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি ০৮০১৪/০৮০১৩ চক্রধরপুর-টাটানগর-চক্রধরপুর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, ১৮১০৯/১৮১১০ টাটানগর-ইটওয়ারি-টাটানগর এক্সপ্রেস ট্রেন, ০৮১৩৩/০৮১৩৪ টাটানগর-গুয়া-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন এবং ০৮১২৩/০৮১২৪ টাটানগর-বরবিল-টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন।
এ ছাড়া, শুক্রবার ২২৮৬১ হাওড়া-তিতলাগড়-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে টাটানগর পর্যন্ত যাবে। তার পর ওই রেকটিই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন হিসাবে ইস্পাত এক্সপ্রেসের সময় এবং পথে হাওড়া পর্যন্ত যাবে।
২২৮৬২ কান্তাবাঞ্জি-তিতলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস কান্তাবাঞ্জি স্টেশন থেকে ছাড়ার পর রৌরকেল্লা পর্যন্ত যাবে। তার পর ওই রেকটিই প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন হিসাবে ইস্পাত এক্সপ্রেসের সময় এবং পথে কান্তাবাঞ্জি পর্যন্ত যাবে।
১২০২২ বরবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস বরবিল স্টেশন থেকে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর ২টো ৪০ মিনিটে ছাড়বে।