গুজরাতের আনন্দে ভেঙে পড়ল বুলেট ট্রেন চলাচলের জন্য নির্মীয়মাণ সেতু। রেলসূত্রে জানা গিয়েছে, সেতু ভেঙে চাপা পড়েন তিন জন শ্রমিক। খবর পেয়ে উদ্ধারে নেমেছেন আনন্দ পুলিশ এবং দমকলকর্মীরা। পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ধ্বংসস্তূপ থেকে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বুলেট ট্রেন প্রকল্পের কাজ তদারক করে যে সংস্থা, সেই ‘ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন’ বিবৃতি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় মাহি নদীতে, যেখানে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছিল, সেখানে কংক্রিটের চাঁইয়ে চাপা পড়েছেন তিন জন শ্রমিক। এক জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে আনন্দ পুলিশ এবং দমকল। আনন্দ পুলিশে সুপার গৌরব জসানি জানিয়েছেন, সেতু ভেঙে তিন থেকে চার জন শ্রমিক আটকে পড়েছেন। দু’জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মাহি নদীর উপর যে সেতু ভেঙে পড়েছে, তা মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের অংশ। মুম্বই থেকে আমদাবাদের দূরত্ব প্রায় ৫০৮ কিলোমিটার। এখন এক শহর থেকে অন্য শহরে যেতে সময় লাগে ছ’ঘণ্টা। বুলেট ট্রেনটি চালু হলে এই দুই শহরের মধ্যে যাতায়াতে সময় লাগবে দু’ঘণ্টা। এক শহর থেকে অন্য শহরে ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে ছুটবে প্রধানমন্ত্রী ‘স্বপ্নে’র বুলেট ট্রেন। দেশের দুই অর্থনৈতিক কেন্দ্রের মধ্যে সংযোগ বৃদ্ধি করতেই এই প্রকল্প। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় এক লক্ষ আট হাজার কোটি টাকা। সেখানে কী ভাবে এই বুলেট ট্রেনের চলাচলের সেতু তৈরির সময় ভেঙে পড়ল, সেই নিয়ে উঠছে প্রশ্ন।