প্রতিবছরের মত এবছরও কালীপুজোর আয়োজন করছে জলপাইগুড়ি শহরতলীর পূর্ব কুমোরপাড়ার যুব সংঙ্ঘ। এবারের বিশেষ আকর্ষণ ৪৫ ফুট লম্বা কালী প্রতিমা। পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ার আগেই রবিবার বিশালাকৃতি কালী প্রতিমা দেখতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।
শহর থেকে ৭৩ মোড় হয়ে হলদিবাড়ি মোড়ের দিকে যাওয়ার পথে রাজ্য সড়কের পাশে ৪৫ ফুট লম্বা ও ৩৫ ফুট চওড়া কালী প্রতিমা তৈরি করল যুব সংঙ্ঘ কালী পুজো কমিটি। পুজো উদ্যোক্তাদের দাবি, জেলার সবচেয়ে বড় কালী প্রতিমা করা হয়েছে। ১২ দিন আগে সিদ্ধান্ত হয়, এরপর প্রতিমা তৈরির কাজ শুরু হয়। খড়, মাটি ও বাঁশ দিয়ে স্থানীয় শিল্পী বিনয় পালের উদ্যোগে প্রতিমা তৈরির করা হয়েছে। দিনে ও রাতে ২৪ ঘণ্টা ধরে চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রতিমা গড়ার কাজ। পুজো কমিটির দাবি, একাধিক পুজো কমিটি বড় বড় মণ্ডপ তৈরি করছে। তাঁরা অল্প বাজেটের মধ্যে একটু ভিন্ন ধরণের মণ্ডপ তৈরির চিন্তাভাবনা শুরু করেন। ১২ দিন আগে সিদ্ধান্ত হয় ৪৫ ফুট লম্বা কালী প্রতিমা তৈরি করা হবে। এরপরেই শিল্পীর চেষ্টায় কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে প্রতিমা তৈরি করল। সকলের নজর কেড়ে নেবে এই প্রতিমা বলে আশাবাদী পুজো উদ্যোক্তা কল্যাণ রায়ের।
শিল্পী বিনয় পাল বলেন,”অল্প সময়ের মধ্যে ক্লাবের সকলের সহযোগিতার মণ্ডপ তৈরি করা হয়েছে।”