কৃষি আইন নিয়ে কৃষকদের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে অষ্টম রাউন্ডের বৈঠকেও কোনও সমাধান সূত্র মিলল না। আগের সাত-বারের মতো শুক্রবারের বৈঠকও নিষ্ফলা, ফলে কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের সংগঠনের মধ্যে ফের বৈঠক হবে। নবম রাউন্ডের বৈঠকের দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার, ১৫ জানুয়ারি। অষ্টম রাউন্ডের বৈঠকে এদিন একজন কৃষক নেতা কাগজে লিখে জানান, ‘আমরা জয়ী হবে, অথবা মারা যাব।’ অর্থাৎ বোঝাই যাচ্ছে শেষ দেখে ছাড়বেন অন্নদাতারা।
শুক্রবার দুপুরে দিল্লির বিজ্ঞান ভবনে কৃষকদের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে শুরু হয় অষ্টম রাউন্ডের বৈঠক। এদিনের বৈঠকে কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। বৈঠকের প্রাক্কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। বৈঠকের প্রাক্কালে এদিনের আলোচনা ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছিলেন নরেন্দ্র সিং তোমর। কিন্তু, অষ্টম রাউন্ডের বৈঠকেও কোনও সমাধান সূত্র মিলল না। কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের সংগঠনের মধ্যে ফের বৈঠক হবে আগামী ১৫ জানুয়ারি।
2021-01-08