1/5নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্সে সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। গতবছর জুলাইতে মহার্ঘ ভাতার পাশাপাশি বেড়েছিল এইচআরএ। বর্তমানে ২৭, ১৮, ৯ শতাংশ হারে এইচআরএ পান সরকারি কর্মচারীরা।
2/5গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। সর্বাধিক এইচআরএ হার ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে। যাদের ভাতা ১৮ শতাংশ তারা ২০ শতাংশ হারে এইচআরএ পাবেন। এবং যাদের এইচআরএ ৯ শতাংশ থেকে বেড়ে দশ শতাংশ করে হবে।
3/5উল্লেখ্য, এইচআর-এর ক্ষেত্রে তিনটি ভাগে শহরগুলিকে ভাগ করা হয়েছে। এই ক্যাটেগোরির নিরিখে এইচআরএ দেওয়া হয়। X ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২৭ শতাংশ এইচআরএ, Y ক্যাটাগরির জন্য ১৮ শতাংশ ও Z ক্যাটেগোরির জন্য ৯ শতাংশ এইচআরএ দেওয়া হয়ে থাকে।
4/5এদিকে যাতায়াত ভাতা বা ট্রানসপোর্ট অ্যালাওয়েন্সও বাড়তে পারে সরকারি কর্মীদের। ডিএ বৃদ্ধির প্রভাব টিএতেও প্রভাব ফেলবে। বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে ভ্রমণ ভাতা তিনটি বিভাগে বিভক্ত। শহরের ক্ষেত্রে দুটি ভাগ রয়েছে। শহরের জনসংখ্যার ভিত্তিতে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে। টিএ গণনার সূত্র হল: মোট পরিবহণ ভাতা = TA + [(TA x DA% )/100]। বর্তমানে TPTA শহরগুলিতে, TPTA লেভেল ১ থেকে ২-এর জন্য ১৩৫০ টাকা, লেভেল ৩ থেকে ৮ কর্মীদের জন্য ৩৬০০ টাকা এবং লেভেল ৯ কর্মীদের জন্য ৭২০০ টাকা৷
5/5বর্তমানে ৩৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেই হার ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ বা ৩৯ শতাংশ করা হতে পারে বলে দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। প্রসঙ্গত, মে এবং জুন মাসের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যদি ১২৬-এর বেশি থাকে তাহলে ৪ শতাংশ বৃদ্ধি হওয়া উচিত ডিএ। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়িয়ে ন্যূনতম ৩৮ শতাংশ করা হতে পারে।