সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বেড়েছে। তিন শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩৪ শতাংশ হারে ডিএ পাবেন। একইভাবে ৩৪ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ বা ডিআর (DR) পেনশনভোগীরা পাবেন।
সপ্তম বেতন কমিশনের মহার্ঘ ভাতা ক্যালকুলেটর (7th pay commission DA Calculator):ট্রেন্ডিং স্টোরিজ
ধরা যাক, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেসিক স্যালারি ১৮,০০০ টাকা। আগে ৩১ শতাংশ হারে ডিএ পাওয়ার কারণে প্রতি মাসে তাঁর প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৫,৫৮০ টাকা। তিন শতাংশ ডিএ বৃদ্ধির ফলে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তাঁরা মহার্ঘ ভাতা বাবদ ৬,১২০ টাকা পাবেন। অর্থাৎ সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক ডিএ (DA) ৫৪০ টাকা বাড়তে চলেছে।
সেইসঙ্গে বেসিক স্যালারির সঙ্গে ডিএয়ের যোগ থাকায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) এবং গ্র্যাচুইটিতে মাসিক অনুদান বাড়বে।
সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কীভাবে ডিএয়ের হিসাব করতে হবে?
আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআর (DR) হিসাবের ক্ষেত্রে ২০০১ সালকে ভিত্তি বছর হিসেবে ধরা হত। যদিও সেই হিসাবের ধরণ পালটে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় নয়া সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তি বছর হিসেবে ২০১৬ সালকে ধরা হয়। পুরনো সর্বভারতীয় মূল্যসূচক এবং নয়া সর্বভারতীয় মূল্যসূচকের কাঠামোর ব্যবধানে ঘোচানোর জন্য ২.৮৮-এর লিঙ্কিং ফ্যাক্টর ব্যবহার করা হয়। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে সেভাবেই সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআরের (DR) হিসাব করা হয়।
বুধবার সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডিআরের (DR) যে বাড়ানো হয়েছে, তা গত বছরের ১২ মাসের সর্বভারতীয় মূল্যসূচকের ভিত্তিতে ডিএ বা ডিআরের হিসাব করা হবে।