75th Independence Day: লতা, অমিতাভ, সোনুরা গলা মেলালেন ‘হাম হিন্দুস্তানি’-তে

করোনা কালের মধ্যে ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন। তার আগেই দেশের ১৫ তারকার একসূত্রে বাঁধার প্রয়াস। মুক্তি পেয়েছে তাঁদের একসঙ্গে গাওয়া গান ‘হাম হিন্দুস্তানি’ (Hum Hindustani)। ইতিমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এই গান। মন জয় করে নিয়েছে শ্রোতাদের। 

প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর দিয়ে শুরু হচ্ছে ‘হাম হিন্দুস্তানি’ গানের ভিডিয়ো। এরপরই রয়েছে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের ভারী কণ্ঠস্বর। বলিউডের নবীন থেকে পোড় খাওয়া তারকারা হয়েছে এই ভিডিয়োতে। কণ্ঠ দিয়েছেন লতা মঙ্গেশকর থেকে, অমিতাভ বচ্চন, পদ্মিনী কোলাপুরি, অনিল আগরওয়াল, সোনু নিগম, কৈলাস খের, অলকা ইয়াগনিক, সাব্বির কুমার, জিন্নত জুবেইর, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা, তারা সুতারিয়া, অঙ্কিত তিওয়ারি, সিদ্ধান্ত কাপুর ও শ্রুতি হাসান।

ভোরের আলো, শস্য শ্যামলা ক্ষেত, শান্ত নদী, ট্রাফিকপূর্ণ রাস্তা, স্কুল, ফুটপাত থেকে দেশের বিভিন্ন সময়, বিভিন্ন জায়গাও আরও অনেক টুকরো ছবি ধরা পড়েছে ভিডিয়োতে। করোনাকালে দেশবাসীকে লড়াই করার ক্ষমতা জোগাতে এই গান। 

গানের মূল মন্ত্র- ‘এই পরিস্থিতিতে পুরো ভারত বলতে চায়, না হেরেছি। না হারব। একে অপরের ভরসায় আমরা ভারতবাসী আকাশের সেই তারা। আমরা আবার হাসব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.