কেদারনাথ বিপর্যয়ের পর ৭ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কেদারনাথ বিপর্যয়ে মৃত ৪ জনের দেহের কঙ্কাল উদ্ধার হল ৭ বছর পর। কেদারনাথ মন্দির যাওয়ার পথে রামবারার উপরে উদ্ধার করা হয়েছে ৪ জনের কঙ্কাল। রুদ্রপ্রয়াগ পুলিশ সুপার নবনীত সিং ভুল্লার জানিয়েছেন, রবিবার পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্বাস্থ্য দফতরের যৌথ অভিযানে ৪ জনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নন্দপ্রয়াগে হিন্দু শাস্ত্রমতে শেষকৃত্যের আগে ওই চারটি কঙ্কালের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
ভুল্লার জানিয়েছেন, উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশে, গত বুধবার থেকে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। ৬০ জন পুলিশ কর্মী, এসডিআরএফ এবং স্বাস্থ্য দফতরের যৌথ তৎপরতায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪,০০০ ফুট উচ্চতায় চলছিল তল্লাশি অভিযান। রবিবার ৪ জনের কঙ্কাল উদ্ধার করার পর তল্লাশি অভিযান শেষ হয়েছে। এই চারটি কঙ্কাল উদ্ধার হওয়ার পর কেদারনাথ বিপর্যয়ে মন্দির সংলগ্ন এলাকায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭০৩। এছাড়াও এখনও নিখোঁজ ৩,১৮৩ জন। ২০১৩ সালের ১৪ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অবিরাম বৃষ্টি হয়েছিল কেদারনাথ এলাকায়। মেঘভাঙা বৃষ্টিতে ভেঙে পড়ে চোরাবারি হ্রদ। বন্যায় তলিয়ে গিয়েছিল রাস্তাঘাট, অসংখ্য ঘর-বাড়ি।