৬১৮ শিক্ষকের সুপারিশপত্র বাতিল, হাই কোর্টের রায়ের পর অবস্থান স্পষ্ট করল কমিশন

 নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ (IX-X Teachers Recruitment) দুর্নীতি মামলায় হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেয়েছেন ৮০৫ জন ‘অযোগ্য’ শিক্ষক। বুধবার ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে, সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকবে।

‘অযোগ্য’ শিক্ষকদের চাকরি থাকবে কিনা তা ঠিক করবে স্কুল সার্ভিস কমিশনই (SSC)। এই নির্দেশ আসার পরই কমিশন নিজেদের অবস্থান স্পষ্ট করল। ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করল কমিশন।

প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৯৫২ জনের বিরুদ্ধে ওএমআর শিট বিকৃতি করে অসাধু উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। সেই মামলায় ৯৫২ জনের মধ্যে ৮০৫ জনকে চাকরি থেকে বরখাস্ত করার দেয় আদালত। সেই মতো ৬১২ জন ‘অযোগ্য’ শিক্ষকের চাকরির সুপারিশপত্র বাতিল করে স্কুল সার্ভিস কমিশন।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুব্রত তালুকদার ও সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে যান ৮০৫ জন শিক্ষক। যার পর কমিশনের এই সিদ্ধান্ত স্থগিত ছিল। বুধবার সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ জানায় সিঙ্গল বেঞ্চের রায়ের ওপর কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না।

এদিন সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায়, চাকরিহারাদের চাকরি থাকবে কিনা তার সর্বশেষ সিদ্ধান্ত নেবে কমিশনই। আরও বলা হয়, ওএমআর শিট বিকৃত হয়নি বা ওই ওএমআর শিট তাঁদের নয়, এমন কোনও দাবি মামলাকারীরা করেননি।

এই মামলায় ডিভিশন বেঞ্চ জানায়, প্রত্যেক প্রতিষ্ঠানেরই নিজস্ব কিছু আইনে চলার ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে কমিশন যদি মনে করে তাঁদের চাকরি থাকবে না। তবে সেটাই শেষ কথা। সেই নির্দেশ আসার পরই কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, এসএসসি আগের সিদ্ধান্তেই অটল থাকবে। অর্থাত্‍ ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.