কলকাতায় শীতের সেরকম দেখা না মিললেও, ভালোই ঠান্ডা পরেছে রাজ্যের জেলাগুলোতে। পাশাপাশি, প্রতিবেশী রাজ্যগুলোতেও ক্রমেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। যদিও নতুন করে আন্দামান সাগরে নিম্নচাপটি তৈরি হলে তা শীতের পথে অন্তরায় হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে শীতের কারণে ইতিমধ্যেই কুয়াশার দাপট দেখা দিতে শুরু করেছে বিভিন্ন জায়গায়। যার ফলে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে পূর্ব রেলের পর এবার একাধিক দূরপাল্লার ট্রেন আগামী তিন মাসের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল।
এই দূরপাল্লার ট্রেন গুলি হল-ট্রেন্ডিং স্টোরিজ
১) ২২৮৫৭ সাঁতরাগাছি – আনন্দবিহার এক্সপ্রেস। সাঁতরাগাছি থেকে থেকে আনন্দবিহার যাওয়ার এই দূরপাল্লার ট্রেনটি আগামী ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে।
২) ২২৮৫৮ আনন্দ বিহার – সাঁতরাগাছি। উল্টোদিকে, আনন্দবিহার থেকে সাতরাগাছি আসার দূরপাল্লার ট্রেনটি বাতিল থাকবে আগামী ৭ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।
৩) ১২৮৭৩ হাতিয়া – আনন্দ বিহার এক্সপ্রেস। এই দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে আগামী ৩০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
৪) উল্টো দিক থেকে আসা ১২৮৭৪ আনন্দ বিহার – হাতিয়া এক্সপ্রেস বাতিল থাকবে ১ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত।
৫) ১৮১০৩ টাটানগর – অমৃতসর এক্সপ্রেস। আগামী কাল থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে এই দূরপাল্লার ট্রেন।
৬) একইভাবে উল্টো দিক থেকে আসা ১৮১০৪ অমৃতসর – টাটানগর এক্সপ্রেস বাতিল থাকবে ১ ডিসেম্বর থেকে ২ মার্চ পর্যন্ত।
অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের অধীনে চলা ১২৩৫৬ এবং ১২৩৬৬ পাটনা -রাচি এবং রাচি- পাটনা এক্সপ্রেস ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবারে বাতিল থাকবে।