ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দেশ জুড়ে ১১৭টি জেলাকে জুড়তে গড়বে ৫৭৯৫ কিমি দীর্ঘ জাতীয় সড়ক। মূলত দেশের ‘অ্যাসপিরেশনাল’ (উচ্চাকাঙ্ক্ষী) জেলা হিসেবে যে জেলাগুলি চিহ্নিত, সেই জেলাগুলি দিয়ে যাবে এই জাতীয় সড়ক। এই ‘অ্যাসপিরেশনাল’ জেলার তালিকায় আছে বাংলার পাঁচ জেলাও। হিসেব মতো এই নয়া প্রকল্পের ফলে লাভবান হওয়া উচিত বাংলাক পাঁচ জেলার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্তা মিন্টকে জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া নতুন হাইওয়ে প্রকল্পগুলিতে মোট ১.০৪ ট্রিলিয়ন ব্যয় করবে। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র এবং ওড়িশার উচ্চাকাঙ্ক্ষী জেলাগুলিতে সর্বাধিক সংখ্যক হাইওয়ে প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে। এদিকে এই প্রকল্পে পিছিয়ে থাকা রাজ্যগুলির মধ্যে গুজরাট, তেলেঙ্গানা, রাজস্থান এবং উত্তর-পূর্বের কিছু রাজ্য রয়েছে। এদিকে উচ্চাকাঙ্ক্ষী জেলার তালিকায় বাংলার পাঁচ জেলা হল – দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া। নীতি আয়োগ জেলাগুলিকে তাদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, কৃষি ও জলসম্পদ, আর্থিক অন্তর্ভুক্তি এবং দক্ষতা উন্নয়ন এবং মৌলিক পরিকাঠামোর ভিত্তিতে চিহ্নিত করেছে। এই হাইওয়ে প্রকল্পে লাভবান হওয়ার কথা এই পাঁচ জেলার।ট্রেন্ডিং স্টোরিজ
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তথ্য অনুসারে, সমস্ত উচ্চাকাঙ্খী জেলাগুলি ইতিমধ্যেই হাইওয়ে দ্বারা সংযুক্ত রয়েছে এবং এই সম্প্রসারণ প্রকল্পের ফরে এই এলাকায় অর্থনৈতিক কার্যকলাপকে আরও বৃদ্ধি পাবে৷ আগামী পাঁচ বছরে এই জেলাগুলিতে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য ১৮ হাজার কিলোমিটারের বেশি হবে।