কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে দুষ্কৃতীদের ২ গোষ্ঠীর সংঘর্ষ ও পুলিশের ওপর ইটবৃষ্টির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করলেন আধিকারিকরা। শুক্রবার সকালে বড়বাগান বস্তিতে তল্লাশি চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গোটা রাত এই ঘটনাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ছিল প্রিন্স আনোয়ার শাহ রোডে। রাতভর চলে পুলিশি টহল।
বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডের বড়বাগান বস্তিতে দুষ্কৃতীদের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এক গোষ্ঠীর মারে আহত হন অপর গোষ্ঠীর অন্তত ৫ জন। ভাঙচুর হয় একটি দোকান। এর পর পুলিশ সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইটবৃষ্টি করে জনতা। লালবাজার থেকে RAF এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ট্রেন্ডিং স্টোরিজ
স্থানীয়দের দাবি, পুলিশের মদতে এলাকায় জুয়া – সাট্টা চলে। অভিযোগ দুষ্কৃতীদের অপর গোষ্ঠীর দিকে।
এই ঘটনায় শুক্রবার সকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বড়বাগান বস্তিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করেছেন আধিকারিকরা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনায় মোট ৫ আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের চোট গুরুতর। সংঘর্ষের আসল কারণ কী? এর পিছনে কোনও প্রভাবশালীর হাত রয়েছে কি না, জানতে জিতজ্ঞাসাবাগ শুরু করেছেন আধিকারিকরা।