ফের ভূমিকম্পে কেঁপে ওঠেছে গুয়াহাটি সহ গোটা অসম। আজ রবিবার বেলা ভারতীয় সময় ২-টা ২৩ মিনিট ৬-সেকেন্ডে অনুভূত হয়েছে এই কম্পন। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.১-। মধ্যমস্তরীয় আজকের এই ভূমিকম্পেরও অভিকেন্দ্ৰ ছিল সেই মধ্য অসমের শোণিতপুর ঢেকিয়াজুলি। তবে ভূমিকম্পের ঘটনায় এই খবর লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল শোণিতপুর জেলা সদর তেজপুর থেকে ৩০ কিলেমিটার পশ্চিমে ঢেকিয়াজুলি এলাকায় ভূগৰ্ভের ১৬ কিলোমিটার গভীরে ২৬.৬৯ উত্তর অক্ষাংশ এবং ৯২.৩৯ দ্রাঘিমাংশে।
আজকের ভূমিকম্পের কেঁপে উঠেছে গুয়াহাটি ছাড়াও নগাঁও, হোজাই, মরিগাঁও, ওদালগুড়ি, দরং, কলিয়াবর প্রভৃতি সংলগ্ন জেলা। এছাড়া ভুটানেও ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানা গেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ২ মে মধ্যরাত রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত পর পর চারবার ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সমগ্ৰ রাজ্য। সেদিনের ঘটনায় শোণিতপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা এবং গুয়াহাটিতে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল। সেদিনের ভূমিকম্পেরও উৎসস্থল ছিল শোণিতপুর জেলা। এর পর বিভিন্ন দিন দফায় দফায় আরও পাঁচবার ভূকম্পে কেঁপে উঠেছিল অসম, সিকিম সহ উত্তরপূর্বের কয়েকটি রাজ্য। সর্বশেষ ভূমিকম্প হয়েছিল গত ১৫ মে। ওইদিন সকাল ৮টা ৩৩ মিনিট ৫৫ সেকেন্ডে অনুভূত হয়েছিল কম্পন। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৯-।
2021-05-30